তিন তলা ঘোষ ভিলা, আরজি কর কাণ্ডের পরই বাড়ি ফাঁকা! সন্দীপের আরও সম্পত্তির খোঁজ

কলকাতা: ক্যানিংয়ের পর বেলেঘাটা, তার পর রাজারহাট সংলগ্ন হাতিয়ারা এলাকা৷ ফের আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নতুন সম্পত্তির হদিশ মিলল৷

হাতিয়ারার নোয়াপাড়ার মল্লিকবাগান এলাকায় ঘোষ ভিলা নামে একটি তিনতলা বাড়িতে সিবিআই গত ১৫ অগাস্ট সন্দীপ ঘোষকে হাজিরা দেওয়ার জন্য নোটিসও দিয়ে গিয়েছিল৷ বিলাসবহুল এই বাড়িটিতে সন্দীপ ঘোষের বাবা মা থাকতেন বলে খবর৷ মাঝে মধ্যে এই বাড়িতে আসতেন সন্দীপও৷

যদিও স্থানীয় সূত্রে খবর, আরজি কর কাণ্ডের পর থেকে এই বাড়িতে আর কেউ থাকেন না৷ বাড়িটি এই মুহূর্তে তালা বন্ধ অবস্থায় রয়েছে৷

আরও পড়ুন: ‘নমস্কার কুণালদা’, তৃণমূল নেতাকে জবাব দিলেন দেব! কথার লড়াইয়ে অস্বস্তিতে শাসক দল

এ দিনই বেলেঘাটায় নিজের বাড়ি বাদেও সন্দীপ ঘোষের আরও দুটি ফ্ল্যাটের সন্ধান মিলেছে৷ এর মধ্যে একটি ফ্ল্যাটে নিজের অফিস করেছিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ৷ গতকাল দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিংয়ে সন্দীপ ঘোষের আরও একটি বাংলোর খোঁজ মিলেছিল৷

আরজি কর হাসপাতালে টেন্ডারে অনিয়ম সহ একাধিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে সন্দীপকে গ্রেফতার করেছে সিবিআই৷ সন্দীপকে এ দিন শো কজ করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল৷ চিকিৎসক হিসেবে তাঁর রেজিস্ট্রেশন কেন বাতিল করা হবে না, তিন দিনের মধ্যে সন্দীপ ঘোষের থেকে তার জবাব চেয়েছে সিবিআই৷

2024-09-07T12:23:12Z dg43tfdfdgfd