পুরসভার মহিলা কর্মীর চিঠিতে অস্বস্তিতে চুঁচুড়ার বিধায়ক! কী কী অভিযোগ?

সোমনাথ ঘোষ, চুঁচুড়া: দলের মহিলা কর্মীর অভিযোগের ভিত্তিতে অস্বস্তিতে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। জুলাই মাসের ৫ তারিখে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বিধায়কের বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন চুঁচুড়ার এক মহিলা তৃণমূল কর্মী।

সেই অভিযোগে তোলাবাজি থেকে মহিলাদের সঙ্গে খারাপ আচরনের কথা উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, মহিলা তৃণমূল কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, কুপ্রস্তাব দেওয়া থেকে রাতে ভিডিও কল করতেন চুঁচুড়া তৃনমূল বিধায়ক অসিত মজুমদার। এমনই দাবি তুলেছেন সেই মহিলা।

আরও পড়ুন: উত্তরবঙ্গ জুড়ে ভয়ঙ্কর দুর্যোগ! প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতে ফালাফালা হবে একাধিক জেলা

পুরসভায় কাজ করলেও বিধায়ক তাঁকে পুরসভার কাজ না করিয়ে বাড়ির কাজ করাতেন বলে অভিযোগ। মহিলা তৃনমূল কর্মীর এই বক্তব্য ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। নিউজ১৮ বাংলা ভিডিওর সত্যতা যাচাই করেনি। বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায়, সজল ঘোষরা সেই ভিডিও তাদের সমাজমাধ্যমে সেই ভিডিও শেয়ার করেন।

আরও পড়ুন: ১০ মহিলা পুলিশকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ধৃত এইট পাশ যুবক! কোন ছকে ফাঁদে ফেলতেন?

শুধু তাই নয়, চুঁচুড়ায় বিভিন্ন জায়গায় বিধায়ক অসিত মজুমদারের নামে পোস্টার পড়তে দেখা যায়। পোস্টারে লেখা রয়েছে, ‘চুঁচুড়ার বিধায়ক দূর হাটো চুঁচুড়া নারীদের সম্মান বাঁচাও’। যদিও এই সব বিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে চাননি বিধায়ক অসিত মজুমদার।

2024-09-04T11:52:00Z dg43tfdfdgfd