প্রত্যাবাসনের বিরুদ্ধে হামবুর্গ ইসলামিক সেন্টারের প্রধানের আবেদন

জার্মান গোয়েন্দা সংস্থা ইসলামিক সেন্টারটিকে ইরানের একটি ফ্রন্ট হিসেবে চিহ্নিত করে তা নিষিদ্ধ করেছে৷

দেশ ছেড়ে যাওয়ার নির্দিষ্ট সময়সীমার কয়েক ঘণ্টা আগে তিনি এ আবেদন করেন৷ তবে মঙ্গলবার সন্ধ্যায় মোহাম্মাদ হাদি জার্মানি ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছে হামবুর্গের স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

২০১৮ সাল থেকে হামবুর্গ ইসলামিক সেন্টার বা আইজেডএইচ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মোহাম্মাদ হাদি৷ জার্মান অভ্যন্তরীণ গোয়েন্দা কর্তৃপক্ষ এই সংস্থাটিকে ইরান দ্বারা নিয়ন্ত্রিত বলে অভিযুক্ত করেছে৷

মামলাটি সম্পর্কে যা জানা গেছে

চলতি বছর আগস্টের শেষের দিকে হামবুর্গ কর্তৃপক্ষ মোহাম্মাদ হাদির প্রত্যাবাসনের আদেশ জারি করে৷ আদেশ অনুযায়ী ৫৭ বছর বয়সি শিয়া সম্প্রদায়ের এই ধর্মীয় নেতাকে ১৪ দিনের মধ্যে জার্মানি ত্যাগ করতে হবে অথবা নিজের খরচে তার স্বদেশ ইরানে ফিরে যেতে হবে বলে জানানো হয়৷

মোহাম্মাদ হাদির বিরুদ্ধে আগামী ২০ বছরের জন্য জার্মানিতে পুনরায় প্রবেশ ও যে কোনও ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ এই আদেশ অমান্য করলে তার তিন বছরের কারাদণ্ড হবে৷

আগস্টে জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর জোলিঙেন একটি ভয়াবহ ছুরি হামলার ঘটনার পর দেশটির সরকার এ সিদ্ধান্ত নেয়৷

ইরান-জার্মান সম্পর্কে এর প্রভাব

জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, মোহাম্মাদ হাদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই-এর জার্মানির সরকারি প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হতো৷

গোয়েন্দা সংস্থা সর্বশেষ এক বিবৃতিতে জানায়, ‘‘মোফাত্তেহ তেহরানের বর্তমান শাসকদের একজন বিশ্বস্ত প্রতিনিধি৷ ইরানের রাষ্ট্রীয়-ধর্মীয় শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে৷''

হামবুর্গ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ডি গ্রোটে মোফাত্তেহকে ‘জার্মানির অন্যতম বিশিষ্ট ইসলামপন্থি' হিসেবে বর্ণনা করেছেন৷ এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘আমরা সব আইনি উপায় মেনে ইসলামপন্থিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো৷''

জার্মান কর্তৃপক্ষ কর্তৃক চরমপন্থি গোষ্ঠী হিসাবে চিহ্নিত হওয়ার পর জুলাই মাসে আইজেডএইচ-কে নিষিদ্ধ করা হয়৷ জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার সেই সময় এটিকে ‘ইউরোপে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচার কেন্দ্র' হিসাবে বর্ণনা করেছিলেন৷

জুলাই মাসে আইএফজেড-এর সঙ্গে যুক্ত আরও পাঁচটি শিয়া সংগঠনের বিরুদ্ধে ফেজার একই পদক্ষেপ নিয়েছিলেন৷ পুলিশ আইজেডএইচ দ্বারা সমর্থিত হামবুর্গের ‘ব্লু মসজিদ' ও দেশব্যাপী আরও তিনটি উপাসনালয়ের সম্পদ বাজেয়াপ্ত ও সুযোগ-সুবিধা বন্ধ করে দেয়৷

এসএইচ/এপিবি (এএফপি, ডিপিএ)

2024-09-12T15:54:32Z dg43tfdfdgfd