বোয়িং অনিয়মের অভিযোগে তদন্ত শুরু

সম্প্রতি বোয়িংয়ের একজন কর্মী ৭৮৭ ড্রিমলাইনার বিমান তৈরির প্রক্রিয়ায় ‘অনিয়ম' দেখার পর বিষয়টি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান৷ এরপর ৭৮৭ প্রকল্পের প্রধান স্কট স্টকার ২৯ এপ্রিল কর্মীদের দেওয়া এক ইমেলে জানান, অনিয়মের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ এছাড়া তিনি বলেন, বিমান তৈরির সময় যে পরীক্ষাগুলো করা প্রয়োজন তার মধ্যে কিছু পরীক্ষা না করেই সব পরীক্ষা করা হয়েছে বলে কয়েকজন কর্মী রেকর্ডবুকে লিখে রেখেছেন৷ এই বিষয়টি এফএএকে জানানো হয়েছে বলেও জানান স্টকার৷

এরপরই সোমবার এফএএ জানায়, তারা বোয়িং এ এমন অনিয়ম নিয়ে তদন্ত শুরু করেছে৷

সমস্যাগ্রস্তবোয়িং

১৭ এপ্রিল সেনেটে শুনানির সময় বোয়িংয়ের একজন হুইসেলব্লোয়ার অভিযোগ করেছিলেন, ৭৮৭ বিমান তৈরির প্রক্রিয়ায় নিরাপত্তার বিষয়ে যথেষ্ট গুরুত্ব না দেওয়ার অভিযোগ করায় তাকে প্রতিশোধপরায়ণতার শিকার হতে হয়েছে৷

গত ফেব্রুয়ারিতে এফএএর পরামর্শক প্যানেল বোয়িংয়ের নিরাপত্তা সংস্কৃতিতে চরম ঘাটতি খুঁজে পেয়েছিল৷ তারা বলেছে, বোয়িংয়ের ব্যবস্থাপনা পরিষদ ও কর্মীদের মধ্যে যোগাযোগ খুব ভালো নয়৷ আর কোনো কর্মী নিরাপত্তা নিয়ে অভিযোগ করলে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি এফএএর প্যানেল৷

দুর্ঘটনা

গত জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স-৯ বিমান ১৬ হাজার ফুট উপড়ে থাকার সময় তার এক্সিট দরজার সিল খুলে গিয়েছিল৷ আর গতমাসে ডেল্টা এয়ারলাইন্সের একটি বোয়িং বিমান নিউইয়র্ক থেকে ওড়ার কিছুক্ষণ পর তার এমারজেন্সি এক্সিট স্লাইড খুলে গিয়েছিল৷

জেডএইচ/কেএম (এএফপি, এপি)

2024-05-07T10:27:48Z dg43tfdfdgfd