বড় অভিযোগ তৃণমূলের! সুকান্তর বালুরঘাটে এমন কী ঘটছে, কমিশনে শাসক দল

বালুরঘাট: লোকসভা ভোটের দ্বিতীয় দফার ভোটের শুরুতেই ইভিএম নিয়ে কমিশনে বিস্তর অভিযোগ তৃণমূলের। সবচেয়ে বেশি অভিযোগ বালুরঘাট নিয়ে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার নাম নিয়ে কমিশনে অভিযোগ। বালুরঘাট ছাড়াও রায়গঞ্জ লোকসভা নিয়েও তৃণমূলের তরফে বিস্তর অভিযোগ রয়েছে।

বালুরঘাটের ৬টি পঞ্চায়েত এলাকায় ইভিএম নিয়ে অভিযোগ রয়েছে তৃণমূলের। এদিকে, ওয়েবকাস্টিংয়ের দিকে নজর রাখছেন খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ওয়েবকাস্টিংয়ে সিইওর নজরে পড়ল সিসিটিভি ভোটিং কম্পার্টমেন্ট দেখা যাচ্ছে না। তৎক্ষণাৎ ডিএম-কে ফোন করে ব্যবস্থা নিতে নির্দেশ আরিজ আফতাবের।

আরও পড়ুন: ‘নন্দীগ্রামে ছিল পিতা-পুত্র…?’ তমলুকে মমতার নিশানায় শুভেন্দু! ‘ভয়ঙ্কর দিনের’ স্মৃতি উস্কে চরম কটাক্ষ

শুক্রবার দেশে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার আগেই ভোটারদের উদ্দেশে রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়ায় মোদি লেখেন, ”আজ যে সব আসনে ভোট হচ্ছে, লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায়, সেই সব আসনের প্রত্যেক ভোটদাতাকে রেকর্ড সংখ্যায় অংশগ্রহণের অনুরোধ জানাই। ভোটদানের উচ্চ হার আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে। আমি বিশেষ করে আমাদের তরুণ ও মহিলা ভোটারদের বিপুল সংখ্যায় যোগদানের অনুরোধ করব। আপনার ভোটই হল আপনার কন্ঠস্বর!”

আরও পড়ুন: রাজ্যের ৩ কেন্দ্রে শুরু ভোট, দ্বিতীয় দফায় আজ হাইভোল্টেজ লড়াই একাধিক কেন্দ্রে

দেশজুড়ে দ্বিতীয় দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, লোকসভার স্পিকার ওম বিড়লা-সহ এক ঝাঁক তারকা প্রার্থী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রিসভার একাধিক সদস্যেরও ভাগ্যপরীক্ষা হবে এই দফার ভোটে।

2024-04-26T02:28:38Z dg43tfdfdgfd