ভাসছে উদয়নারায়ণপুর! পরিস্থিতি দেখে ফের মমতার মুখ‍ে ‘ম্যান ম্যাড বন্যা’

হাওড়া: নিম্নচাপ এবং ডিভিসির ছাড়া জলের জেরে বন‍্যা পরিস্থতি রাজ‍্যের একাধিক জেলায়। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া-সহ একাধিক বন‍্যা কবলিত এলাকা পরিদর্শনে যান মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এদিন হাওড়ার উদয়নারায়ণপুরেও বন‍্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ‍্যমন্ত্রী। এদিনও এই বন‍্যাকে ‘ম্যান ম্যাড বন্যা’ বলে ডিভিসিকে তোপ দাগলেন মমতা।

উদয়নারায়ণপুরের বন‍্যা কবলিত এলাকা পরিদর্শন করে মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলাম। আমার প্রাণপ্রিয় মানুষেরা আজ ‘ম্যান ম্যাড বন্যা’র কবলে আক্রান্ত। এই পরিমাণ জল আগে কোনওদিন ছাড়া হয়নি। অনেক কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’’

আরও পড়ুন: মোবাইলের নেশায় আসক্ত বাড়ির খুদে? এই ৫ টিপস্ কাজে লাগান, নিজে থেকেই ফোন দেখা ছেড়ে দেবে সন্তান

বন‍্যা পরিস্থিতি পরিদর্শনে এসে আবাস যোজনা নিয়ে ফের কেন্দ্রকে তোপ দাগলেন মমতা। মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘কেন্দ্র তিন বছর ধরে আবাস যোজনার টাকা আটকে রেখেছে। তবুও, আমি কথা দিচ্ছি, দলমত নির্বিশেষে সকলের বাড়ি করে দেওয়া হবে। আমরা চেষ্টা করছি বিভিন্ন স্থানে মেডিক্যাল ক্যাম্প তৈরি করার।’’

আরও পড়ুন: পার্থ, কল্যাণময়দের জামিন তরজা হাইকোর্টে! সিবিআই -কে ‘যুক্তি’ দেখাতে বললেন বিচারপতি

ত্রাণ শিবির নিয়েও বিশেষ ঘোষণা করেন মুখ‍্যমন্ত্রী। উদয়নারায়ণপুরে এসে মমতা বন্দ‍্যোপাধ‍্যায় জানান, ‘‘ত্রাণ শিবির যেন সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকে, তা সুনিশ্চিত করতে প্রশাসন তৎপর। আমি আশা করছি, দ্রুত মানুষ স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে এবং সেই জন্য মা-মাটি-মানুষের সরকার দিবারাত্রি সচেষ্ট।’’

2024-09-19T16:28:14Z dg43tfdfdgfd