' রেল দুর্ঘটনায় কিছু একটা সন্দেহজনক ব্যাপার আছে...’ একসুর অগ্নিমাত্রা-সুকান্তর

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা:  বালাসোরে ভয়াবহ রেল দুর্ঘটনায় এবার  অন্তর্ঘাতের তত্ত্ব বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়। ‘‘যত বড় ঘটনা ঘটেছে কিছু একটা সন্দেহজনক ব্যাপার আছে। নিজে নিজেই এই ঘটনা ঘটেনি। কেউ কিছু একটা করেছে বলেই এটা হয়েছে।’’ মন্তব্য বঙ্গ পদ্ম সভাপতি সুকান্ত মজুমদারের। তদন্তে আগামী দিনে সব তথ্য সামনে আসবে বলেও নিশ্চিত সুকান্ত।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদারের সংযোজন, ‘‘রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণর সঙ্গে আলোচনাও করছিলাম, কেউ কিছু করেছে বলেই ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে বলে আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে।’’ বিজেপি বিধায়ক তথা দলের অন্যতম শীর্ষ নেতা অগ্নিমিত্রা পালের গলাতেও শোনা গেল একই সুর। তিনি বলেন. ‘‘নাশকতার সম্ভাবনা রয়েছে। ঘটনার পর থেকে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার পলাতক। ঘটনার নেপথ্যে চক্রান্ত থাকতে পারে। দেখা যাক তদন্তের পর কি উঠে আসে।’’

আরও পড়ুন– তাপপ্রবাহ চলবে আরও ৫ দিন ! তারপর কি আবহাওয়ার উন্নতি? জানুন ওয়েদার আপডেট

বলা বাহুল্য, রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই এ ব্যাপারে সিবিআই তদন্তের সুপারিশ করা হয়েছে। গতকাল, রবিবার তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী রেলমন্ত্রীকে চিঠি লিখে ওড়িশায় রেল দুর্ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করে সিবিআই কিংবা অন্য কোনও তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আর্জি জানিয়েছিলেন। রেলমন্ত্রীকে লেখা দিব্যেন্দু অধিকারীর চিঠিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে রেলমন্ত্রী যাতে গোটা বিষয়টির শিকড় পর্যন্ত পৌঁছন, সেই আর্জি জানান রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই ৷

আরও পড়ুন- কলকাতা থেকে ওড়িশা বাড়তি ভাড়া, উল্টোপথে বিনামূল্যে যাত্রীরা পৌঁছলেন কলকাতায়

দিব্যেন্দুর কথায়, ‘‘বন্দে ভারতের সাফল্য নিয়ে প্রতিবেশী দেশ তো বটেই, খুশি নন কেন্দ্রীয় সরকারে থাকা পূর্ববর্তী রাজনৈতিক দলও ৷ সেই কারণে এই ঘটনার তদন্ত CBI-এর মতো কোনও সংস্থাকে দিয়ে করানো উচিত।’’ আর আজ বঙ্গ বিজেপির গলাতেও অন্তর্ঘাতের তত্ত্ব উঠে এল। এখন দেখার ভয়াবহ এই রেল দুর্ঘটনার নেপথ্যে আসল কারণ কী? শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কার্যত হুঁশিয়ারির সুরে বলেছিলেন, ‘‘তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের রেয়াত করা হবে না ৷’’

2023-06-05T03:27:48Z dg43tfdfdgfd