'রাহুল গান্ধীর জিভ টেনে ছিঁড়লে নগদ ১১ লক্ষ', হুঁশিয়ারি শিন্ডেসেনা বিধায়কের

‘রাহুল গান্ধীর জিভ কেউ টেনে ছিঁড়ে ফেলতে পারলে পুরস্কার মিলবে নগদ ১১ লক্ষ টাকা।‘ পুরস্কার দেবেন মহারাষ্ট্রের শিবসেনা বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়। তাঁর মন্তব্যে প্রবল বিতর্ক তৈরি হয়েছে। সঞ্জয় জানিয়েছেন, সংরক্ষণ নিয়ে রাহুল গান্ধীর করা মন্তব্য অত্যন্ত নিন্দনীয়। সংরক্ষণ নিয়ে রাহুলের মন্তব্যের জেরেই জিভ টেনে ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন সঞ্জয়।

যদিও শিন্ডে শিবিরের এই নেতার মন্তব্য সমর্থন করেনি BJP। মহারাষ্ট্রের BJP সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে জানিয়েছেন, তিনি এই ধরনের মন্তব্য সমর্থন করেন না।

সঞ্জয় গায়কোয়াড়ের কথায়, 'বিদেশ সফরে গিয়ে রাহুল গান্ধী এ দেশের সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার কথা বলেছেন। এতে কংগ্রেসের আসল উদ্দেশ্য বোঝা যাচ্ছে।' এরপরই তাঁর সংযোজন, 'কেউ যদি রাহুল গান্ধীর জিভ উপড়ে নিতে পারেন, আমি তাঁকে ১১ লক্ষ টাকা দেব।'

সঞ্জয় গায়কোয়াড় আরও বলেন, 'রাহুল গান্ধী যে মন্তব্য মানুষের সঙ্গে প্রতারণার সামিল। মারাঠা, ঢাঙ্গর, ওবিসিরা তাদের নিজের সংরক্ষণের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। রাহুল গান্ধী সেই সংরক্ষণ ব্যবস্থাকে তুলে দেওয়ার কথা বলছেন। কংগ্রেস সাংসদ মাঝেমধ্যেই সংবিধান তুলে দেখান এবং মানুষকে মিথ্যা বোঝান। কংগ্রেস আসলে চায় দেশকে ৪০০ বছর পিছনের দিকে ঠেলে দিতে।'

শিন্ডেসেনার বিধায়কের এই মন্তব্যকে সমর্থন না করলেও BJP সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে অবশ্য বলেন, 'দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সংরক্ষণের বিরোধিতা করেছিলেন। এ কথা আমরা ভুলতে পারি না। নেহরুর মনে করতেন সংরক্ষণ দেশের প্রগতির পথে বাধা। রাজীব গান্ধী আরও এক ধাপ এগিয়ে বলেছিলেন, সংরক্ষণ দেওয়ার অর্থ নির্বোধদের সমর্থন করা। এখন বলছেন, তিনি চান সংরক্ষণ প্রথার বিলোপ হোক।'

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-09-16T11:48:52Z dg43tfdfdgfd