শুধু কড়া আইন নয়, প্রয়োজন মানসিকতার বদল! বললেন প্রধান বিচারপতি

নয়াদিল্লি: শুধু ভাল এবং কড়া আইন প্রণয়ন করলেই হবে না, তার পাশাপাশি সমাজের মানসিকতার বদলও জরুরি৷ সোমবার CNN-News18 SheShakti 2024 সম্মেলনে এসে এমনই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷

তিনি বলেন, ‘সবার আগে আমাদের মনোভাব বদল জরুরি৷ মহিলাদের জন্য বিভিন্ন ধরনের ছাড়ের বদলে তাঁদের স্বাধীনতা এবং সমানাধিকারকে স্বীকৃতি দেওয়া জরুরি৷ আপাত দৃষ্টিতে যে কড়া আইনগুলি মহিলাদের নিরাপত্তা দিচ্ছে, সেগুলি আসলে নারী স্বাধিনতা এবং তাঁদের পছন্দের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে৷ কর্মক্ষেত্রে মহিলাদের কোনও ধরনের সুবিধে দরকার নেই, তাঁদের সমান সুযোগ প্রয়োজন৷ কর্মক্ষেত্রে আর পাঁচটা অধিকারের মতো নিরাপত্তাও অন্যতম৷’

আরও পড়ুন: লোকসভায় মহিলাদের সংরক্ষণ বৈপ্লবিক পদক্ষেপ… CNN-News18 SheShakti 2024-এ জানালেন ধনখড়

প্রধান বিচারপতি বলেন, তিনি মনে করেন, শুধুমাত্র রাজনৈতিক নেতা অথবা সমাজের নীতি নির্ধারকরাই নন, সমাজ বদলের এই দায়িত্ব সাধারণ মানুষকেও তুলে নিতে হবে৷

এই বছরের সম্মেলনের মূল ভাবনাই হল প্রতিকূলতা দূর করা৷ সোমবার, ১৬ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়৷ রাজনীতি, বিজ্ঞান,কলা, বাণিজ্য, ক্রীড়া এবং বিনোদন ক্ষেত্রের প্রথমসারির ব্যক্তিত্বরা এই সম্মেলনে নিজেদের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন ভারতের অপ্রতিরোধ্য নারীশক্তির জয়গান গাওয়া হয়েছে CNN-News18 SheShakti 2024- এ৷

2024-09-16T18:12:06Z dg43tfdfdgfd