'সিবিআই-এর স্ট্যাটাস রিপোর্ট দেখে আমরা বিচলিত!' মন্তব্য প্রধান বিচারপতির

আরজি কর কাণ্ডের তদন্তে সিবিআই-এর যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে, তা দেখে বিচলিত শীর্ষ আদালত৷ এ দিন আরজি কর মামলার শুনানি চলাকালীন এমনই মন্তব্য করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, তদন্ত এখন কোন পর্যায়ে রয়েছে এবং কতটা অগ্রগতি হয়েছে, তদন্তের স্বার্থেই তার সবটা এখনই জনসমক্ষে আনা হবে না৷

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলাকালীন কলকাতা পুলিশের তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন এবং অভিযোগ তুলেছেন সিবিআই-এর আইনজীবী ফিরোজ এডুলজি এবং কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা৷

দু পক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতি শুধু জানান, আদালত যে দিকগুলিতে নজর দিতে বলেছিল. সিবিআই তদন্তে তার সবটাই খতিয়ে দেখা হচ্ছে৷ তথ্যপ্রমাণ লোপাট, ময়নাতদন্তের আগের চালান যথাযথ ভাবে হস্তান্তর না করার যে অভিযোগ সিবিআই তুলেছে, সে সমস্তও অভিযোগের সত্যতাও আদালত খতিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি৷

শুনানির মাঝেই প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘সিবিআই-এর স্ট্যাটাস রিপোর্টে যা বলা হয়েছে, তা খুবই বিচলিত করার মতো৷ এরকম কিছু যে ঘটেছে, তা জানতে পেরে আমরা খুবই উদ্বিগ্ন৷’ প্রধান বিচারপতি বলেন, ‘তদন্ত সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ না করেই দ্রুত নির্দেশ দেব আমরা৷’

এ দিন শীর্ষ আদালতে সিবিআই-এর পক্ষ থেকে গুরুতর অভিযোগ তুলে বলা হয়, ঘটনার দিনের মাত্র ২৭ মিনিটের ভিডিও ফুটেজ তাদের দিয়েছে কলকাতা পুলিশ৷ যদিও সিবিআই-এর এই অভিযোগ অস্বীকার করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল৷

2024-09-17T06:57:18Z dg43tfdfdgfd