সোমবারের তুমুল দুর্যোগে দক্ষিণবঙ্গে ৬ জনের মৃত্যু, মারা গেলেন এক দম্পতিও!

কলকাতা: দীর্ঘ আড়াই তিন মাস রোদে গরমে পুড়ে যাওয়ার পরে অবশেষে সোমবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গজুড়ে নামল স্বস্তির বৃষ্টি৷ তবে এর মধ্যেও রয়েছে দুঃসংবাদ৷ সূত্রের খবর, সোমবারের বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬ জন৷

দুর্যোগ মোকাবিলা বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, এক দম্পতি সহ ৬ জনের মৃত্যুর খবর এসেছে গতকাল৷ মৃতেরা নদিয়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা৷

ঝড়বৃষ্টির জেরে গত সোমবার প্রায় ১ ঘণ্টা ব্যাহত হয় শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-ক্যানিং শাখার ট্রেন চলাচল৷ সন্ধে ৮টা থেকে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত বন্ধ ছিল ট্রেন পরিষেবা৷

আরও পড়ুন: হাতেনাতে নকল এজেন্ট ধরলেন মহম্মদ সেলিম! সকাল সকাল মুর্শিদাবাদে চরম উত্তেজনা, পৌঁছল পুলিশ

দুর্যোগের জেরে কলকাতা বিমানবন্দরে নামতে পারেনি একাধিক কলকাতাগামী বিমানও৷

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১০ মে পর্যন্ত এই দুর্যোগের পরিবেশ বহাল থাকবে দক্ষিণবঙ্গে৷ দক্ষিণ ঝাড়খণ্ডের উপরে বর্তমানে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত৷ বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে ঢুকছে জলীয়বাষ্পপূর্ণ বাতাস৷ যার জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস বজায় থাকবে৷

আরও পড়ুন: অবশেষে স্বস্তির বৃষ্টি তো এল…কিন্তু এর পর! থাকবে জলঝড় না ফিরবে গরম? জেনে নিন এ সপ্তাহের সম্পূর্ণ ওয়েদার আপডেট 

আবহাওয়া দফতর জানাচ্ছে, গত ৩০ এপ্রিল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৪৩ ডিগ্রি৷ যা গত ৫০ বছরে সর্বোচ্চ৷

2024-05-07T04:11:47Z dg43tfdfdgfd