সিরাজুল আলম খান মারা গেছেন

সিরাজুল আলম খান শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে জানিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার৷ সংবাদ মাধ্যমটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার তাকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়৷ শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় তিনি মারা যান৷

ষাটের দশকে তৎকালীন ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদকে নিয়ে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার ‘নিউক্লিয়াস' গঠন করেন সিরাজুল আলম খান৷ পাকিস্তানের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন সংগঠনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন৷

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন তিনি৷ তবে দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর সঙ্গে মতভেদ তৈরি হয়৷ ছাত্রলীগ থেকে তিনি সরে যান৷ পরবর্তীতে নতুন রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনে ভূমিকা রাখেন সিরাজুল আলম খান৷

এফএস/এসিবি (দ্য ডেইলি স্টার)

2023-06-09T10:47:13Z dg43tfdfdgfd