২২ বছর পর দুই বাংলাকে মিলিয়ে দিল নৌকা বাইচ, পুরোটা জানুন

উত্তর ২৪ পরগনা: দুই বাংলার মিলনক্ষেত্র হয়ে উঠল সোনাই নদীর তীর। উপলক্ষ দীর্ঘ ২২ বছর পর দুই বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা। আর তাকে কেন্দ্র করেই দুই বাংলার মানুষজন একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। স্বরূপনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে এই নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজিত হয়।

২২ বছর আগে শেষ হয়েছিল এই প্রতিযোগিতা। তার আগে দীর্ঘদিন ধরে বছরের পর বছর হয়ে আসত এটি। ২০০২ সালে বন্ধ হয়ে যায় এই দুই বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এই বছর হাকিমপুর গ্রাম পঞ্চায়েত, হাকিমপুর বাজার কমিটি এবং সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে আবারও অনুষ্ঠিত হল এই নৌকা বাইচ প্রতিযোগিতা। এই নৌকা বাইচ একসময় দুই বাংলার মানুষের কাছে ছিল সম্প্রীতির মেলবন্ধন। এদিন আবার ফিরে এল সেই ছবি।

আর‌ও পড়ুন: জঙ্গলমহলে প্রচারে গিয়ে বিশেষ ঘটনার মুখোমুখি বিজেপি প্রার্থী

কালের নিয়মে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীদের উদ্যোগে এই প্রতিযোগিতা দীর্ঘদিন পর আবারও আয়োজিত হল। জিরো পয়েন্টে সীমান্ত অতিক্রম না করেই এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকরা উপস্থিত ছিলেন। হাজির ছিল বহু সাধারন মানুষ।

জুলফিকার মোল্লা

2024-04-13T14:30:55Z dg43tfdfdgfd