SSKM হাসপাতাল নিয়ে তৃণমূল বিধায়ক মদন মিত্রের বক্তব্যে উত্তাল রাজ্য রাজনীতি। এর মাঝেই অমানবিকতার ছবি ধরা পড়ল হুগলি জেলার চন্দননগর মহকুমা হাসপাতালে। তিনদিন ধরে অসুস্থ বৃদ্ধ পড়ে রইল হাসপাতালের টিকিট ঘরের বাইরে। কেউ নিয়ে গিয়ে চিকিৎসা করানোর নামে উদ্যোগ দেখাল না।
জানা যায়, চন্দননগর মহকুমা হাসপাতালে টিকিট ঘরের সামনে পড়ে রয়েছে এক বৃদ্ধ। কেউ ঘুরেও দেখেনি। পাঁজরের হার বেরিয়ে পরেছে। পরনের লুঙ্গি খুলে গিয়ে অর্ধনগ্ন অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে। দেখে মনে হয় শ্বাসকষ্টে ভুগছে বৃদ্ধ। জল পিপাসা পেলেও উঠে গিয়ে জল খাবার ক্ষমতা নেই।
এমন একজন হাসপাতালে পরে থাকলেও হয়নি চিকিৎসার ব্যবস্থা। অভিযোগ, অজ্ঞাত পরিচয় বৃদ্ধের আধার কার্ড দেখে তবেই ভর্তি করা হবে বলে জানানো হয় হাসপাতালের তরফে। রবিবার থাকায় আউট ডোর বন্ধ তাই টিকিট কাউন্টারও ফাঁকা। মেঝেতে পরে রয়েছে বৃদ্ধ।
কেন একজন অসহায় এভাবে হাসপাতালেই পড়ে থাকবে অথচ তার চিকিৎসা হবে না এই প্রশ্ন উঠতে শুরু করে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ উদ্যোগ নেয়। হাসপাতাল কর্মী অসীম সেন জানান,অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি পরে রয়েছে তারা জানতে পেরেছেন। চিকিৎসার ব্যবস্থা করা হবে।
চন্দননগর বিজেপির মণ্ডল সভাপতি গোপাল চৈবে বলেন, "এক অসুস্থ বৃদ্ধ পড়ে থাকার খবর পেয়ে আমরা হাসপাতালে আছি। হাসপাতাল সুপার এর কাছে ভর্তি করানোর জন্য গেলে তিনি ছিলেন না। এদিকে রোগীর অবস্থা ও খারাপ। হাসপাতালের এমআইসি সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন আপনি কি রোগীকে চেনেন? আমার প্রশ্ন, একজন অসুস্থ রোগীকে ভর্তি করাতে গেলে কাউকে চিনতে হবে? এই অবস্থা চন্দননগর হাসপাতালে।"
তিনি কটাক্ষ করে জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী বড় বড় বিজ্ঞাপন দিচ্ছেন। গত তিনদিন ধরে পড়ে রয়েছে রোগী। প্রতিদিনই হাজার হাজার মানুষ হাসপাতালে আসেন, কিন্তু কেউ নজর দেয়নি তাকে রোগীকে তোকে গিয়ে ভর্তি করাতে গেলে কি কাউকে চিনতে হবে ? আমরা চাই রোগী যাতে ভর্তি হয়।
অবশেষে ব্যবস্থা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। স্ট্রেচারে করে তুলে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বৃদ্ধর পাশে থাকা ব্যাগ থেকে আধার কার্ড, ব্যাংকের বই মেলে। বৃদ্ধ ব্যক্তির নাম তপন কুমার নাগ বয়স (৭৪) । প্রশ্ন উঠছে কেন তিন দিন হাসপাতালের টিকিট ঘরের সামনে পড়ে থাকল বৃদ্ধ। কেউ দেখেও কেন দেখল না ? হাসপাতাল কর্তৃপক্ষ কেন বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা করল না, প্রশ্ন উঠেছে একাধিক।
2023-05-21T13:26:56Z dg43tfdfdgfd