ABHISHEK BANERJEE : অভিষেকের আর্জিতে আজ শুনানি সুপ্রিম কোর্টে

এই সময়: কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে তাঁকে সিবিআই-জিজ্ঞাসাবাদের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, তা চ্যালেঞ্জ করে এবং রক্ষাকবচের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চে প্রথম বিষয়টি মেনশন করেন অভিষেকের আইনজীবী।

সে দিন বেঞ্চ জানিয়েছিল, শুক্রবার মামলাটি শুনানি-তালিকায় থাকবে। সেই মতো আজ, এই মামলাটি শুনানির জন্যে উঠবে। তবে আজ এই মামলার শুনানি হবে বিচারপতি জেকে মাহেশ্বরী ও বিচারপতি পিএস নরসিমহার নেতৃত্বাধীন আর এক অবকাশকালীন বেঞ্চে।

বৃহস্পতিবার প্রকাশিত কজ়লিস্ট অনুযায়ী, এই বেঞ্চের তালিকায় ৩৫ নম্বরে রয়েছে অভিষেকের মামলাটি। আগের দিন বিচারপতি বসু ও বিচারপতি কারোলের বেঞ্চে অভিষেকের তরফে বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন, প্রতিদিন তাঁর মক্কেলকে ডাকা হচ্ছে, আগামী দিনে তাঁকে গ্রেপ্তারও করতে পারে কেন্দ্রীয় এজেন্সি।

আজ, দেশের শীর্ষ আদালত এই আবেদনে কী পদক্ষেপ করে, সে দিকে নজর রয়েছে সব পক্ষের। ইতিমধ্যে অবশ্য তৃণমূল সাংসদকে এক দফা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তার আগে জিজ্ঞাসাবাদ এড়াতে মামলা করায় কলকাতা হাইকোর্ট ২৫ লক্ষ টাকা জরিমানারও নির্দেশ দিয়েছিল অভিষেককে। সে নিয়ে শীর্ষ আদালত কী অবস্থান নেয়, তা-ও দেখার।

2023-05-26T03:43:43Z dg43tfdfdgfd