রোগীমৃত্যুর ঘটনায় কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উত্তেজনা ছড়াল। অভিযোগ উঠেছে, চিকিৎসকদের উপর চড়াও হন রোগীর পরিজনরা। গায়ে হাত তোলা হয় স্বাস্থ্যকর্মীদের। চিকিৎসকদেরও ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকী পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে এক পুলিশকর্মীও হাতে চোট পেয়েছেন। আর সেই ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিয়েছেন সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। রোগীর পরিবারের তরফে অবশ্য দাবি করা হয়েছে যে কাউকে মারধর করা হয়নি। কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে। যদিও নিজেকে রোগীর পরিবারের লোক হিসেবে দাবি করে এক মহিলা বলেন, ‘শুধু তো হাত ভেঙেছে। (বিনা চিকিৎসায়) তো আমাদের মেয়ে চলে গেল।’
রোগীর পরিবারের দাবি, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শুক্রবার তাঁদের মেয়েকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসা হলেও কোনও চিকিৎসা পাননি। বিনা চিকিৎসায় পড়েছিলেন হাসপাতালে। শেষপর্যন্ত পরিস্থিতি যখন অত্যন্ত সংকটজনক হয়ে ওঠে, তখন অক্সিজেন দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি যায়। মৃত্যু হয় এই মহিলার।
আর তারপরই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিবারের সদস্যরা। অভিযোগ উঠেছে যে চিকিৎসকদের উপরে চড়াও হন তাঁরা। জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়। ধাক্কা মারা হয় চিকিৎসকদের। গায়ে হাত তোলা হয়। চিকিৎসকরদের বাঁচাতে এগিয়ে গেলে রোগীর পরিবারের লোকজন তাঁদেরও রেয়াত করেননি বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যকর্মীরা।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে এক পুলিশকর্মীও আহত হয়েছেন। তাঁদের হাতে চোট লেগেছে।
(বিস্তারিত পরে আসছে)
2024-09-28T02:45:08Z