UPSC RESULT 2023 TOPPER LIST: ‘৩-৪ ঘণ্টা পড়তাম, আর…’, UPSC-তে বাংলার ফার্স্ট বয় চৈতন্যর মুখে সাফল্যের সিক্রেট

UPSC-তে বড় চমক শিলিগুড়ির ছেলের। তৃতীয়বারের চেষ্টায় সিভিল সার্ভিসে সাফল্য পেলেন চৈতন্য খেমানি। প্রথমেই পরামর্শ, ' একেবার না হলে কোনওভাবেই হতাশ হবেন না।'

এর আগে দু’বছর পরীক্ষায় বসেছিলেন। কিন্তু, সফলতা আসেনি। তৃতীয়বারের চেষ্টায় বাজিমাত। UPSC-তে পাশ করে রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন শিলিগুড়ির বাসিন্দা চৈতন্য খেমানি। শিলিগুড়ির খালপাড়ায় থাকেন তিনি। এবছর ইউপিএসসিতে ১৫৮ র‍্যাঙ্ক করেছেন। রাজ্যে প্রথম হয়েছেন তিনি। আগামীতে দেশের হয়ে কাজ করতে চান। চৈতন্য খেমানির ইচ্ছে বাংলার হয়েই কাজ করার। তবে তা না হলে অন্য রাজ্যেও কাজে সমস্যা নেই। তবে আগামীতে IPS হওয়ার ইচ্ছে রয়েছে। আইপিএস হয়ে দেশের সেবা কর‍তে চান তিনি।

চৈতন্য একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। কাজের মধ্যেই ইউপিএসসি'র পড়াশোনা চালিয়ে যেতেন। নিজেই মানছেন, সময় পেলেই পড়াশোনা করতেন। এছাড়াও ছুটির দিনে পড়াশোনা করতেন।

এর আগে দু’বার ইউপিএসসি পরীক্ষা দিয়েছিলেন তিনি। কিন্তু, সফল হতে পারেননি। তিনি জানান, ফলাফলের পর দু’বার দেখেছি। প্রথমে বিশ্বাস হচ্ছিল না। পরে বাবা ও মাকে দেখিয়েছি। পরে বন্ধুরাও ম্যাসেজ করেছিল। এরপর বিশ্বাস হয়। আগামীতে আইপিএস হতে চাই।

তিনি আরও বলেন, ‘যাঁরা এখন ইউপিএসসি এর জন্য চেষ্টা চালাচ্ছেন গত ৫ বছরের প্রশ্নপত্র দেখতে হবে। এছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানতে হবে। তবে ১০-১২ ঘণ্টা পড়তে হবে এমন কিছু নেই। আমি ৩-৪ ঘণ্টা পড়তাম। ছুটির দিনে সারাদিন পড়াশোনা করতাম।’ পাশাপাশি তিনি জানিয়েছেন, আগের দু’বার কেন তিনি সফল হননি সেই কারণও খুব গভীরভাবে অনুসন্ধান করেছেন। সেই বিষয়টিও খুব ভালোভাবে এগোতে সাহায্য করেছে তাঁকে।

চৈতন্য খেমানির বাবা রাজেশ খেমানি বলেন, 'খুব গর্বিত ছেলের জন্য। ছেলের উপর অনেক আশা ছিল। এর আগে দু'বছর পরীক্ষায় সফল না হলেও আশা ছাড়েনি। এখন ছেলের নামে আমাকে সকলে চিনবেন। এটাই সবথেকে বেশি গর্বের।ট

সফলদের মধ্যে রয়েছেন বাংলার একাধিক পড়ুয়া। কৃতীদের অভিনন্দন জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের ৭ জন পড়ুয়া রয়েছেন কৃতীদের তালিকায়। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বাংলা থেকে সফল হিসেবে উঠে এসেছে চৈতন্য খেমানি, ঋষভ সিং, ঈশান সিংহ, দিয়া দত্ত-সহ একাধিক নাম। রাজ্য প্রশাসনের কর্তারা আশাবাদী, আগামীতে আরও ভালো ফল হবে সিভিল সার্ভিসে।

2023-05-25T08:58:29Z dg43tfdfdgfd