বউমা রুজিরার বিরুদ্ধে পদক্ষেপ, ফোঁস করে উঠে কী বললেন মমতা?

সকালে দমদম বিমানবন্দরে অভিষেক-পত্নী রুজিরা নারুলাকে আটকে ছিল অভিবাসন দফতর। আর তার কয়েক ঘন্টার মধ্যেই দুপুরে রুজিরাকে সমন পাঠায় ইডি। আগামী ৮ জুন তাঁকে সিজিও-তে তলব করা হয়েছে। যা নিয়ে সোমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি-র পদক্ষেপকে ‘অমানবিক’ বলে ব্যাখ্যা করেন তিনি। কেন? সেই ব্যাখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কী বলেছেন মুখ্যমন্ত্রী?

ওড়িশা রেল দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানাতে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ও পাঞ্জাবী মেয়ে। ওর মা খুব অসুস্থ। ওর বাইরে যাওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্ট অনুমতি দিয়ে রেখেছে, শুধু একবার ইডি-কে জানাতে হবে। সেইমতো আগেই ও ইডিকে জানিয়েছিল। তখনই ইডি বলতে পারত যে তুমি যেও না। কিন্তু বিমানবন্দরে যাওয়ার পর হাতে নোটিস ধরানো হল। বলা হল যে ৮ তারিখে তুমি এসো। এটা অমানবিক।’

আরও পড়ুন- সকালে বিদেশযাত্রায় বাধা, দুপুরে রুজিরাকে নোটিস ইডি-র

কেন্দ্রীয় এজেন্সির ব্যবহারে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বলেন, ‘মানুষকে সাহায্য করার পরিবর্তে কীভাবে দানব দৈত্যগিরি করা যায় সেই দিকেই চোখ। একদিকে মৃত্যুর মিছিল। কোনও লজ্জা নেই, কোনও সমবেদনা নেই। ইডি অমানবিকভাবে কাজ করে যাচ্ছে। মৃত্যু মিছিল কীভাবে ধামাচাপা দেওয়া যায় সেই চেষ্টা চলছে।’

উল্লেখ্য, এর আগেও অভিষেক ও রুজিরার বিদেশ সফর নিয়ে আপত্তি করেছিল ইডি। কিন্তু গত বছর কলকাতা হাইকোর্টে অভিষেক ও রুজিরাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়। পরে সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখে। তৃণমূল সূত্রে বলা হচ্ছে, ইডির বিরুদ্ধে আদালত মামলা দায়ের করতে পারেন রুজিরা নারুলা। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে যেভাবে বাধা দেওয়া হয়েছে তাতে আদালতকে অবমাননা করা হয়েছে।

আরও পড়ুন- তুলকালাম স্বস্তি সিপিএমের! দলের কর্মসূচি নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের

মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘বিষয়টা রাষ্ট্রীয় অপরাধের। ফলে এতে মানবিক-অমানবিকের বিষয় না। ইডি নিশ্চই কোনও দুর্নীতির গন্ধ পেয়েছে। তাই হয়তো মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যাকে আটকানো হয়েছে।’

2023-06-05T11:59:25Z dg43tfdfdgfd