CARLES CUADRAT EAST BENGAL FC: 'ওনার জন্যই সবকিছু', জাতীয় দলে সুযোগ পেয়ে কুয়াদ্রাতকে কুর্নিশ বেঙ্গালুরু এফসি প্লেয়ারের

'একদিন, জাতীয় দল'। বেঙ্গালুরু এফসি ছাড়ার সময় কোচ কার্লোস কুয়াদ্রাত এই একটাই কথা বলে গিয়েছিলেন এক প্লেয়ারকে। দলকে চ্যাম্পিয়ন করার পর তিনি যখন বেরিয়ে যান সেই সময় এত প্লেয়ার থাকতেও তিনি ডেকে নেন একজন প্লেয়ারকে। তিনি হলেন সুরেশ সিং ওয়াঙ্গজাম। মণিপুরের ২৩ বছর বয়সি এই মিডফিল্ডার এখন বেঙ্গালুরু এফসির অন্যতম সদস্য। সদ্য জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি।

২০১৬ সালে বেঙ্গালুরু এফসির সহকারি কোচ হিসেবে যোগ দেন কার্লোস কুয়াদ্রাত। এরপর ২০১৮ সালে তাঁকে পাকাপাকিভাবে কোচ হিসেবে নিয়োগ করে বেঙ্গালুরু। ২০২১ সালে তিনি বেঙ্গালুরুর দায়িত্ব ছাড়েন। এই দলের হয়ে থাকার সময় তিনি যেমন দলকে সাফল্য এনে দিয়েছেন, তেমনই একটা কাজ করেছেন, সেটা হচ্ছে অনেক প্লেয়ারকে তুলে এনেছেন। তাঁদের মধ্যে একজন হলেন সুরেশ সিং।

এবার ১০ মে থেকে শুরু হতে জাতীয় দলের শিবিরে যেই প্লেয়াররা ডাক পেয়েছেন তাদের মধ্যে একজন হলেন সুরেশ সিং। ইগর স্টিম্যাচের বেছে নেওয়া ২৬ জনের প্রথম তালিকায় ভুবনেশ্বর ক্যাম্পে সুযোগ পেয়েছেন সুরেশ। আর এই সুযোগ পাওয়ার সব কৃতিত্ব তিনি দিচ্ছেন বর্তমানে ইস্টবেঙ্গল ও বেঙ্গালুরু এফসির প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাতকে।

কী বলেছেন সুরেশ?

সম্প্রতি বেঙ্গালুরু এফসি একটি ভিডিয়ো শেয়ার করে। যেখানে সুরেশ বলেন, ‘আমি এই জার্সিটা (জাতীয় দলের) পেয়েছি কার্লোস কোচের জন্য। আমার এখনও মনে আছে উনি বেঙ্গালুরু এফসি ছেড়ে যাওয়ার আগে আমাকে ফোন করেন এবং বলেন যে, সুরেশ তুমি খুব শীঘ্রই দেশের হয়ে খেলবে, কঠোর পরিশ্রম করে যাও। সেই সময় আমি সিনিয়র জাতীয় দলে সুযোগ পাইনি। আজ আমি খেলছি। আমি ওনাকে এই জার্সিটা উপহার দিতে চাই। উনি আমার খুব কাছের। উনি আমাকে অনেক কনফিডেন্স দিয়েছেন এবং উনি হলেন একমাত্র ব্যক্তি যিনি আমাকে ISL খেলার সুযোগ করে দিয়েছেন। আমার মনে আছে, আমি যখন বেঙ্গালুরু এফসিতে আসি সেই সময় আমার বয়স অনেক কম ছিল। উনি আমাকে ভরসা করেন এবং আমার কেরিয়ারে অনেক বড় ভূমিকা নেন এবং আমি তাই ওনাকে আমার জার্সি উপহার দিতে চাই।’

]]>

এরপর অবশ্য সুরেশ তাঁর জাতীয় দলে জার্সি উপহার দেওয়ার সুযোগ পান কার্লোস কুয়াদ্রাতকে। সুরেশের এই ভিডিয়োটা দেখে ইস্টবেঙ্গল সমর্থকরা সুরেশকে ইস্টবেঙ্গলে এসে কার্লোস কুয়াদ্রাতের অধীনে খেলার পরামর্শ দেন। কার্লোস কুয়াদ্রাত বেঙ্গালুরু এফসিকে প্রথমবার ISL জিততে সাহায্য করেন। সম্প্রতি ইস্টবেঙ্গলকে সুপার কাপ জিততেও সাহায্য করেন তিনি।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-05-07T16:16:54Z dg43tfdfdgfd