CONTROVERSIAL FLAG PARALYMPICS EVENT: 'হামাসের পতাকা' নিয়ে উচ্ছ্বাস? তাই বাতিল ইরানি? আর জ্যাভেলিনে সোনা পেলেন ভারতীয়!

কালো পতাকার উপরে লাল হরফে কিছু একটা লেখা আছে। আর সেই পতাকার জন্যই পুরুষদের জ্যাভেলিনের এফ৪১ ক্যাটেগরি থেকে ইরানের সাদেগ বিত সায়াহকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে। আর তার ফলে সোনা পেয়ে গিয়েছেন ভারতের নভদীপ। সরকারিভাবে আপাতত প্যারিস প্যারালিম্পিক্স আয়োজক কমিটির তরফে সে বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে ইরানের অ্যাথলিটকে বাতিল করে দেওয়ার কারণ হিসেবে সেটাই বলা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, জ্যাভেলিনের এফ৪১ ক্যাটেগরিতে সোনা জয়ের পরে বারবার ওই কালো পতাকা দেখানোয় ইরানিয়ান অ্যাথলিটকে বাতিল করে দেওয়া হয়েছে। একটি মহলের দাবি, ওই পতাকাটি হামাসের। যদিও সরকারিভাবে কিছুই জানানো হয়নি।

আন্তর্জাতিক প্যারালিম্পিক্স কমিটির নিয়ম অনুযায়ী, কোনও প্রতিযোগিতায় কোনও রাজনৈতিক অঙ্গভঙ্গি করা যায় না। অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে পড়েছেন ইরানিয়ান অ্যাথলিট। তার জেরে নভদীপের রুপোর রং পরিবর্তিত হয়ে সোনায় পরিণত হয়। আর ইতিমধ্যে মেডেল সেরিমনিও হয়ে গিয়েছে। সপ্তমবারের জন্য প্যারিসে ভারতের জাতীয় সংগীত বেজে ওঠে।

‘ইরানির থেকে পদক কেড়ে নেওয়া ১০০% ঠিক’

ঠিক কী কারণে ইরানিয়ানকে ডিসকোয়ালিফাই করা হয়েছে, তা নিয়ে অবশ্য ধন্দে আছেন ভারতের জাতীয় কোচ সত্যনারায়ণ। সংবাদমাধ্যম রেভস্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, তিনি জানিয়েছেন যে ইরানের অ্যাথলিটের থেকে যে সোনার পদক কেড়ে নেওয়া হয়েছে, সেটা ১০০ শতাংশ ঠিক। আর রেশ ধরে দুটি কারণ ব্যাখ্যা করেন তিনি।

আরও পড়ুন: India's Silver upgraded to Gold: ৭ অগস্ট স্বপ্ন ভেঙেছিল, ১ মাস পরে সেই ‘ডিসকোয়ালিফিকেশন’-র কারণে সোনা পেল ভারত!

‘জাতীয় পতাকা ছাড়া অন্য কোনও পতাকা দেখানো যায় না’

বিষয়টি ব্যাখ্যা করে ভারতের জাতীয় কোচ জানিয়েছেন যে নিয়ম অনুযায়ী, জাতীয় পতাকা ছাড়া অন্য কোনও পতাকা দেখানো যায় না। ইরানের অ্যাথলিট যে অন্য পতাকা দেখিয়েছিলেন, সেটার ভিডিয়ো ফুটেজ আছে। পদক জেতার পরেও মাঠে গিয়ে সেলিব্রেশন করেছেন। সেটাও করা যায় না। তাই নিয়ম মেনেই ইরানিয়ান অ্যাথলিটকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে বলে জানান ভারতের জাতীয় কোচ।

আরও পড়ুন: Paralympics 2024 Medal: ২ মিনিটে ২ ঐতিহাসিক পদক ভারতের! ২০০ মিটারে সিমরান, জ্যাভেলিনে নভদীপ, মোট কত হল?

প্যারালিম্পিক্স রেকর্ড গড়ে সোনা জয় নভদীপের

পুরুষদের জ্যাভেলিনের এফ৪১ ক্যাটেগরির ফাইনালে ৪৭.৩২ মিটার দূরত্ব অতিক্রম করেছে নভদীপের বর্শা। যা তাঁর এতদিনের ব্যক্তিগত সেরার থেকে তিন মিটারেরও বেশি (৪৪.২৯ মিটার)। শুধু তাই নয়, প্যারালিম্পিক্স ফাইনালে তিনি যে দূরত্ব অতিক্রম করেন, তা প্যারালিম্পিক্স রেকর্ডও বটে। 

ইরানের অ্যাথলিট যে দূরত্ব অতিক্রম করেছিলেন, সেটা আদতে প্যারালিম্পিক্স রেকর্ড ছিল। তবে তিনি ডিসকোয়ালিফাই হয়ে যাওয়ায় তাঁর ছোড়া থ্রোও বাতিল হয়ে যায়। আর প্যারালিম্পিক্স রেকর্ডও স্থায়ীভাবে নভদীপের ঝুলিতে চলে যায়। যে রেকর্ড অত্যন্ত ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস প্যারালিম্পিক্স পর্যন্ত থাকবে নভদীপের ঝুলিতে। তার থেকে বড় কথা, সোনা জিতেছেন নভদীপ।

আরও পড়ুন: ‘আমি যাতে অভুক্ত না থাকি, তাই ও দুবেলা খেত না’! প্যারালিম্পিক্সে পদক জিতে স্ত্রী'কে উৎসর্গ হোকাতো সেমার…

2024-09-08T01:22:43Z dg43tfdfdgfd