ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.০১.২৪) পর্ব ২: কাদের স্বার্থে বন্ধ করা হল না নিষিদ্ধ স্যালাইন? CID তদন্তে আদৌ ভাঙা যাবে স্বাস্থ্য দফতরের ঘুঘুর বাসা?
Ghanta Khanek Sange Suman: ভিড়ে ঠাসা অনুষ্ঠানে পরপর গুলি, মাটিতে ফেলে নৃশংসভাবে পাথরের ঘা। দুলাল-হত্যার ১২ দিনের মাথায় ফের মালদায় তৃণমূলের হাতে তৃণমূল খুন! "হামলা চালিয়েছে তৃণমূলেরি আরেক গোষ্ঠী," রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে দাবি আহত তৃণমূলকর্মীর। "কেউ কামাচ্ছে কোটি টাকা, কেউ পাচ্ছেনা ১০ টাকাও, তাই এসব হচ্ছে," বিস্ফোরক মালদার তৃণমূল বিধায়ক। গোষ্ঠীদ্বন্দ্বের আবহে এবার কাঁথিতে দলেরই বিরুদ্ধ গোষ্ঠীকে বোমা মারার হুমকি প্রাক্তন কারামন্ত্রীর। মেদিনীপুর মেডিক্যালকাণ্ডে বিশেষজ্ঞদের তদন্ত রিপোর্টে কাঠগড়ায় RL স্যালাইন থেকে অক্সিটোসিন। কাদের স্বার্থে বন্ধ করা হল না নিষিদ্ধ স্যালাইন? CID তদন্তে আদৌ ভাঙা যাবে স্বাস্থ্য দফতরের ঘুঘুর বাসা? 'রিঙ্গার ল্যাকটেট' বিশুদ্ধ না হওয়াই বিপত্তির কারণ? সূত্রের খবর, মেদিনীপুর মেডিক্য়ালের ঘটনায়, এমনটাই সন্দেহ করছে তদন্ত কমিটি। রিপোর্টে বলা হয়েছে, প্রসূতিদের অসুস্থতার কারণ হিসেবে, 'RL ইনফিউশন' এবং 'অক্সিটোসিন ইঞ্জেকশনে'র ভূমিকা উড়িয়ে দেওয়া যায় না। সূত্রের খবর, তদন্ত কমিটির কাছে মেদিনীপুর মেডিক্য়ালের চিকিৎসকরা জানিয়েছেন, প্রসূতিদের রিঙ্গার ল্য়াকটেট দেওয়ার পরই জটিলতা শুরু হয়। সূত্রের খবর, রিপোর্টে এও বলা হয়েছে, প্রসূতিদের সমস্যা বাড়িয়েছে 'অক্সিটোসিনে'র অতিরিক্ত ব্যবহার। চিকিৎসকদের একটা বড় অংশের অভিযোগ, কর্ণাটকের যে সংস্থা দেশের বিভিন্ন রাজ্য়ে অক্সিটোসিন সরবরাহ করে, তাদের মান নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। তাহলে এনিয়ে আগে কেন পদক্ষেপ করল না রাজ্য়ের স্বাস্থ্য় দফতর? সেই প্রশ্ন তুলছে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।
2025-01-15T07:09:17Z