গড় রক্ষায় এই নিয়ে ৬ বার! বামেদের মীনাক্ষীকে পাশে নিয়ে মনোনয়ন জমা অধীর চৌধুরীর

দক্ষিণবঙ্গ: টানা ৫ বারের সাংসদ। এক সময়ে মুর্শিদাবাদ জেলা পরিচিত ছিল তাঁর গড় হিসেবেই। ১৯৯৯ সাল থেকে বহরমপুর লোকসভা কেন্দ্রে নিজের শিকড় আঁকড়ে ধরে রেখেছেন একদা বহরমপুরের রবিনহুড অধীর চৌধুরী। আর নিজের গড় পুনরুদ্ধারের লড়াইয়ে ৬ বারের জন্য নিজের মনোনয়ন জমা দিলেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।

বুধবার উৎসবের মেজাজে দলীয় নেতা কর্মীদের সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রায় বিশাল মিছিল করে এসে বহরমপুর প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দেন তিনি। ডিওয়াইএফআই-এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন এদিনের মিছিলে। অধীর চৌধুরীর সমর্থনে এদিনের মনোনয়ন জমা করার মিছিলে বাম-কংগ্রেস কর্মী সমর্থকদের ঢল নামে বহরমপুরের রাস্তায়।

আরও পড়ুন: তৃণমূলপ্রার্থীর প্রচারে গিয়ে বিরোধী সুকান্তর প্রশংসা! এ কী বললেন দেব…ভাইরাল ভিডিও

ডিওয়াইএফআই -এর রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, ‘‘বাংলায় দুর্নীতি, চুরি, লুটের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। তাই সাধারণ মানুষও পরিবর্তন চাইছে। বহরমপুরবাসী ঐক্যবদ্ধভাবে জোটের সমর্থনে অধীর চৌধুরীর হাত শক্ত করবে বলেই আমি নিশ্চিত।’’

এদিন অধীর চৌধুরী বলেন, ‘‘কংগ্রেস আমাকে প্রার্থী মনোনীত করেছে। আমি মানুষের জন্য লড়াই করতে চাই। বহরমপুরের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক রয়েছে। আমার প্রতি মানুষের সমর্থনের বহিঃপ্রকাশ ঘটেছে আজকের মিছিলে।’’

আরও পড়ুন: কপালে গেরুয়া তিলক, হাতে ডমরু! মনোনয়ন জমা দেওয়ার শোভাযাত্রাতেও তাক লাগালেন দিলীপ ঘোষ

বুধবার ডমরু বাজিয়ে রোড শো করে মনোনয়ন পত্র দাখিল করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও। তার আগে করেন বিশেষ পূজার্চনা। মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার পথে বলেন, ‘‘বাবা ভোলানাথের আশীর্বাদ নিয়েছি। তাই হাতে ডমরু।’’

2024-04-24T15:33:26Z dg43tfdfdgfd