‘১৫ দিনে দু'বার প্রার্থী বদল’! বীরভূম নিয়ে বিজেপিকে খোঁচা অভিষেকের

বীরভূম: বীরভূমের দুবরাজপুরের সভায় বিজেপিকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ‍্যায়। তিনি বলেন, ‘‘বিজেপিকে ধন্যবাদ দিই৷ তৃণমূল তাদের আবর্জনা বার করে দিয়েছিল। আর সেই আবর্জনা ২০২১ সালে বিজেপি নিয়ে নিয়েছে। তাই আমাদের ফল ভাল হয়েছে৷ আর সরকারের আবর্জনা দেবাশিষ ধরের মতো লোকেরা৷ যার নেতৃত্বে শীতলকুচিতে পাঁচ জন মারা গিয়েছিল। আজ তার প্রতি যোগ্য বিচার হয়েছে৷’’

তিনি আরও বলেন, ‘‘দেবাশিষ ধর প্রার্থী হয়ে তারাপীঠে পুজো দিতে গিয়েছিল। তারা মা সুবিচার করেছে। এই মাটিতে একাধিক সতী পীঠ রয়েছে৷ লাল মাটির জেলা সংস্কৃতি রক্ষার জন্য অগ্রণী ভূমিকা নিয়েছে৷ সেই মাটিকে বিজেপি কলুষিত করেছে৷ শান্তিনিকেতনে ফলক থেকে কবিগুরুর নাম সরিয়ে দিয়েছে৷ অমর্ত্য সেনকে তার বাড়ি থেকে উৎখাতের নোটিশ দিয়েছিল।’’

আরও পড়ুন: ছাদে পুড়ছে জলের ট‍্যাঙ্ক, ট‍্যাপ খুললেই বেরোচ্ছে আগুনের মত গরম জল! ৪ সহজ টিপসেই হবে কনকনে ঠান্ডা

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘‘প্রধানমন্ত্রী আজও টাকা আটকে রেখেছে৷ যদিও মমতা বন্দোপাধ্যায় সেই টাকা দিয়েছেন।

সারাক্ষণ ধরে এরা চেষ্টা করছে কি করে কালিমালিপ্ত করা যায়। স্যাকরার ঠুকঠাক। কামারের এক ঘা। সেই সুযোগ পাচ্ছেন আপনারা। সিবিআই, ইডি, এন আই এ তৃণমূল নেতাদের বাড়িতে পাঠাচ্ছে৷ আমরা এদের ভয় পাই না। ১৩ মে ভোট দেবেন। সেই দিনটা ঐতিহাসিক। ২০১১ সালে বামেদের সরিয়েছিল। সেই দিন আবার বীরভূমে বোতাম টিপবেন৷ আর দিল্লিতে ভূমিকম্প হবে। কেন্দ্র টাকা দিক বা না দিক। রাজ্য সরকার ৩১ডিসেম্বর মধ্যে প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেবে৷ এটা আমাদের গ্যারান্টি।’’

এদিনের সভায় বীরভূমের বিজেপির প্রার্থী বদল নিয়েও সরব অভিষেক। তিনি বলেন, ‘‘ বীরভূমে ৯ লক্ষ মানুষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন। ১৫ দিনে দু’বার প্রার্থী বদল৷ মানুষ জানে না এদের প্রার্থী কে? কাল দেখছিলাম গাড়ি থেকে স্টিকার তোলা হচ্ছে৷ দেওয়াল মোছা হচ্ছে৷ কি দূর্গতি এদের। একদিকে মমতা বন্দোপাধ্যায় চাকরি দিচ্ছেন, আর অন্যদিকে বিজেপি চাকরি খাচ্ছে৷ দিদি দিচ্ছে, মোদিজি আটকে দিচ্ছে বিজেপির রাজ্য ও কেন্দ্র স্তরের নেতাদের সমর্থন নিয়েই কী কোচবিহারের বিজেপি নেত্রী লক্ষ্মীর ভান্ডার বন্ধের কথা বলেছেন? কারণ এখনও শো-কজ বা বহিষ্কার তিনি হননি৷ তবে জেনে রাখুন লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করতে পারবে না।’’

2024-04-27T11:49:14Z dg43tfdfdgfd