DRINKING WATER : ৪ বার করে পানীয় জল দেবে মধ্যমগ্রাম পুরসভা

এই সময়, মধ্যমগ্রাম: প্রচণ্ড গরম পড়ার সঙ্গে সঙ্গে পানীয় জলের সঙ্কটও তৈরি হয়েছে বিভিন্ন পুরসভা এলাকায়। পানীয় জল না পেয়ে কোথাও কোথাও বিক্ষোভ, রাস্তা অবরোধেও সামিল হয়েছেন মানুষ। পানিহাটি, কাকদ্বীপে পানীয় জলের সঙ্কটের ছবি সামনে আসতেই নড়েচড়ে বসে মধ্যমগ্রাম পুরসভা।

গরমে পানীয় জল সরবরাহের সময় বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল পরিচালিত মধ্যমগ্রাম পুরসভা। আগে পুরসভা প্রতিদিন তিন বার করে পানীয় জল সরবরাহ করত। বুধবার থেকে নতুন সিডিউল অনুযায়ী প্রতিদিন চার বার করে পানীয় জল দেওয়া হবে হবে বলেও পুরসভা সূত্রে জানা গিয়েছে।

মধ্যমগ্রাম পুরসভার অধীনে রয়েছে ২৮টি ওয়ার্ড। গঙ্গার পরিশুদ্ধ পানীয় জল মধ্যমগ্রাম পুরসভার অধিকাংশ ওয়ার্ডেই সরবরাহ হয়। কিন্তু ২৮টি ওয়ার্ডের মধ্যে ৪, ৫, ৮, ৯, ২৫, ২৬ এবং ২৮ নম্বর ওয়ার্ডগুলিতে পানীয় জল সরবরাহের কিছুটা ঘাটতি রয়েছে। এর মধ্যে ২৬ এবং ২৮ নম্বর ওয়ার্ডে গঙ্গার পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে পারেনি পুরসভা।

এই ওয়ার্ডগুলোতে ভূর্ভস্থ জল পুরসভার পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা, নাগরিক পরিষেবা-সহ বিমানবন্দর লাগোয়া হওয়ায় গত কয়েক বছরের মধ্যে মধ্যমগ্রাম শহরে বসবাসের চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। লোকসংখ্যাও আগের তুলনায় বেড়েছে মধ্যমগ্রামে। ফলে পানীয় জলের সরবরাহের চাহিদাও বেড়েছে।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, ৪০ হাজার বাড়িতে পুরসভার পানীয় জলের সংযোগ রয়েছে। ফলে পুরসভার প্রতিদিন ৩৯ মিলিয়ন লিটার পানীয় জলের প্রয়োজন হয়। এর মধ্যে গঙ্গার পরিশ্রুত পানীয় জল সরবরাহ হয় ৩৫ মিলিয়ন লিটার। বাকি ৪ মিলিয়ন লিটার জল ভূগর্ভস্থ থেকে উত্তোলন করে পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হয়।

আগে সকাল, দুপুর এবং বিকেলে পানীয় জল সরবরাহ করত পুরসভা। কিন্তু সম্প্রতি তাপপ্রবাহ চলছে। গরমের এই সময়ে মানুষের জলের প্রয়োজনও বেশি হয়। এ ছাড়া মধ্যমগ্রামের একটা বড় অংশের মানুষ অফিস থেকে ফিরতে রাত হয়ে যায়। তখন স্নান বা অন্য কাজেও তাঁদের জলের প্রয়োজন হয়।

গরমে মানুষের জলের প্রয়োজনের কথা মাথায় রেখে প্রতিদিন পানীয় জল সরবরাহের সময় বাড়িয়ে দিয়েছে পুরসভা। এখন প্রতিদিন চার বার করে জল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে মধ্যমগ্রাম পুরসভা। সকাল, দুপুর এবং বিকেল ছাড়াও প্রতিদিন রাত ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অতিরিক্ত আধ ঘণ্টা পানীয় জল সরবরাহ করবে পুরসভা। বুধবার থেকে এই নতুন সিডিউল অনুযায়ী পানীয় জল সরবরাহ হবে।

গরমের সময় মানুষের বেশি জলের প্রয়োজনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বলেন, ‘প্রতি বছর গরমের সময় অতিরিক্ত সময়ে বাড়ি বাড়ি পানীয় জল দেওয়া হয়। কিন্তু এ বছর গরমের পরিমাণ খুব বেশি। মধ্যমগ্রাম পুরসভার বাসিন্দাদের সুবিধার জন্য প্রতিদিন রাতে আধ ঘণ্টার জন্য পানীয় জলের সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ষা এবং শীতকালে আগের নিয়মেই জল সরবরাহ করা হবে।’

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-04-24T03:01:06Z dg43tfdfdgfd