SCOTTISH CHURCH SCHOOL: স্কটিশ চার্চ স্কুলে এবার ভর্তি হতে পারবে ছাত্রীরাও, উচ্চমাধ্যমিকে বিরাট সুযোগ

স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল। এবার সেই স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়তে পারবেন ছাত্রীরাও। বহু দিন ধরে ছাত্রীদের পড়ার সুযোগ ছিল না এই স্কুলে। তবে শুক্রবার ছিল স্কুলের প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ডাফের জন্মদিন। আর সেদিনই স্কুল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে এবার থেকে উচ্চমাধ্যমিক স্তরে ছাত্রীরাও পড়তে পারবে। তবে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ছাত্রীরা পড়ার সুযোগ পেলেও পঞ্চম থেকে দশম শ্রেণির পর্যন্ত কিন্তু ছাত্রীদের পড়ার কোনও সুযোগ এখনই থাকছে না। তবে স্কুল কর্তৃপক্ষ চেষ্টা করছে আগামী দিনে যাতে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মেয়েরাও পড়ার সুযোগ পায় স্কটিশে। 

প্রায় ১৯৪ বছরের প্রাচীন এই স্কুল। এই স্কুলের ঐতিহ্যই আলাদা। তবে এতদিন এই স্কুলে পড়তে পারত না ছাত্রীরা। কেবলমাত্র ছাত্রদের জন্য় বরাদ্দ ছিল। তবে বছরখানেক আগে প্রাথমিক স্তরে মেয়েদের এই স্কুলে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। এবার উচ্চমাধ্যমিক স্তরেও এই স্কুলে ভর্তি হতে পারবে ছাত্রীরা। ছাত্রদের সঙ্গে এবার স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে ভর্তি হতে পারবে ছাত্রীরাও। তবে সেটা কেবলমাত্র উচ্চমাধ্যমিক স্তরে। 

এদিকে মাধ্যমিকের রেজাল্ট বের হলেই এবার ছাত্রীরা এই স্কুলে ভর্তির জন্য় চেষ্টা চালাবেন। তবে সূত্রের খবর, এর মধ্য়েই অন্তত ৭০জন ছাত্রী এই স্কুলে উচ্চমাধ্যমিক পড়ার জন্য ফর্ম ফিল আপ করেছেন। তাদের অনেকেরই ইচ্ছা স্কটিশ থেকে পড়ে পরবর্তীতে এখানেই কলেজে পড়ার। এতদিন কেবলমাত্র তারা বাইরে থেকেই দেখত স্কটিশ চার্চ স্কুলকে। এবার তবে এবার সেই বন্ধন যাবে টুটে। এবার ছাত্রীরাও ভর্তি হতে পারবে স্কটিশ চার্চ স্কুলের উচ্চমাধ্যমিক স্তরে। 

এনিয়ে একদিকে যেমন খুশি ছাত্রীরা, তেমনি তাদের অভিভাবকরাও অত্যন্ত খুশি। কারণ ভালো স্কুলে সন্তানদের পড়ানোর ইচ্ছা প্রতি অভিভাবকেরই থাকে। কিন্তু এতদিন সেই সুযোগটাই ছিল না ছাত্রীদের জন্য। 

১৮৩০ সালের ১৩ জুলাই আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠা করেছিলেন এই স্কুলের। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা প্রি প্রাইমারি ও প্রাইমারি সেকশন ডাফ স্ট্রিট ক্যাম্পাসে চালু করেছি। অপর একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুসারে উচ্চমাধ্যমিকস্তরে ছাত্রীদের ভর্তি করা হবে। 

এদিকে ইতিমধ্য়েই একাধিক ছাত্রী এই স্কুলে ভর্তির ব্যাপারে ফর্ম ফিল আপ করতে শুরু করেছে। অত্যন্ত খুশি তারা। তবে শুধু স্কটিশ চার্চ স্কুল নয়, কলকাতার একাধিক স্কুল এবার থেকে কো-এড করার সিদ্ধান্ত নিয়েছে। 

2024-04-27T09:47:56Z dg43tfdfdgfd