FACT CHECK : বালুরঘাট, রায়গঞ্জে সম্ভাব্য জয়ী তৃণমূল?এবিপি-সি ভোটারের জনমত সমীক্ষার স্ক্রিনশটটি কি সত্যি?

শুক্রবার রাজ্য়ের দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জে ভোট হয় এদিন। তার আগে এবিপি আনন্দ-সি ভোটারের জনমত সমীক্ষার কয়েকটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যাচ্ছে, বালুরঘাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র সম্ভাব্য জয়ী। কিন্তু, এই পোস্টটি সম্পাদিত।

কী ভাইরাল হয়েছে?

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে যেখানে সি ভোটার-এবিপি আনন্দের জনমত সমীক্ষা বলে গাবি করে কিছু স্ক্রিনশট শেয়ার করা হয়। যেখানে দেখা যায় বালুরঘাট কেন্দ্রে সম্ভাব্য জয়ী বলা হচ্ছে বিপ্লব মিত্রকে। পোস্টটিতে ক্য়াপশন দেওয়া হয়েছে, '২৬ শে এপ্রিল ২ নম্বর বোতাম টিপতে ভুলবেন না কিন্তু কারণ আমরা শুধু নয় সাধারণ মানুষের রায় নিয়ে সংবাদ মাধ্যমও বলছে বালুরঘাট লোকসভা কেন্দ্র বিপ্লব মিত্র জিতছে।' (বানান অপরিবর্তিত) একইরকমভাবে রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ছবি দিয়ে দেখানো হয়েছে সম্ভাব্য জয়ী তিনিও।

সেখানে ক্যাপশানে লেখা, '২৬ শে এপ্রিল ২ নম্বর বোতাম টিপতে ভুলবেন না কিন্তু কারণ আমরা শুধু নয় সাধারণ মানুষের রায় নিয়ে সংবাদ মাধ্যমও বলছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কৃষ্ণ কল্যানী জিতছে।' (বানান অপরিবর্তিত)

]]>

তদন্ত

এই দুই পোস্টের স্যতা যাচাউ করার জন্য কিওয়ার্ড সার্চ করে নিউজচেকার। সেখানে এবিপি আনন্দের ইউটিউব চ্যানেলে সি-ভোটারের জনমত সমীক্ষার ভিডিয়োটি দেখা যায়। ১১ এপ্রিল ওই ভিডিয়োটি প্রকাশিত হয়। সেখানে বলা হয়, বালুরঘাটে BJP এবং তৃণমূলের মধ্যে মূল লড়াইটি হতে পারে। ৩ শতাংশ ভোট সুইং হলে ফলাফল পালটে যাওয়ার সম্ভাবনা থাকছে।

সেখানে সম্ভাব্য জয়ী হিসেবে BJP প্রার্থী সুকান্ত মজুমদারকে দেখানো হয় এবং রায়গঞ্জ কেন্দ্রেও এই দুই দলের মধ্য়েই মূল লড়াই হবে বলে আভাস দেওয়ার হয় এবিপি আনন্দ-সি ভোটারের জনমত সমীক্ষায়। সেখানেও সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হয় BJP প্রার্থী কার্তিক পালকে। তিন শতাংশ ভোট সুইং হলে ফলাফল পালটে যেতে পারে, এমনটাও মনে করা হয়।

সত্যিটা তবে কি?

এই ভাইরাল দুই স্ক্রিন শটের ভিত্তিতে তদন্ত করা হয়। সমস্ত তথ্যের ভিত্তিতে এটা স্পষ্ট যে ভাইরাল স্ক্রিনশটটি আদতে ভুয়ো। এবিপি আনন্দ- সি ভোটারের জনমত সমীক্ষার মূল রিপোর্টটির স্ক্রিনশট সম্পাদিত করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। অর্থাৎ এই স্ক্রিনশটগুলির মধ্যে কোনও সত্যতা নেই।

(This story was originally published by Newschecker and translated and edited by Ei Samay Digital as part of the Shakti Collective)

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-04-26T12:24:44Z dg43tfdfdgfd