SSC RECRUITMENT SCAM : ৭ বছরের স্কুল ছেড়ে বাড়ির কাছে চাকরিই কাল হলো!

এই সময়, মেদিনীপুর: বাড়ির কাছে স্কুলে চাকরির ইচ্ছেটাই কাল হলো! আগে কর্মক্ষেত্র ছিল বাড়ি থেকে দু’শো কিলোমিটার দূরে, বাঁকুড়ার বড়জোড়ায়। ২০১৬ সালে ফের এসএসসির পরীক্ষায় ভালো র‍্যাঙ্ক করে পুরোনো চাকরি ছেড়ে দেন তিনি। সবংয়ের দশগ্রামের বাড়ির কাছে নারায়ণগড়ে কুনারপুর হাইস্কুলে রসায়নের শিক্ষক হিসেবে যোগ দেন অতনু সামন্ত।

সোমবার কলকাতা হাইকোর্টের রায়ে সব যেন এলোমেলো হয়ে গিয়েছে তাঁর। এখন নিজেই নিজেকে প্রশ্ন করছেন — কেন বাড়ির কাছে আসার ইচ্ছে হলো! কেন? পশ্চিম মেদিনীপুরের সবংয়ের সাধারণ কৃষক পরিবারের ছেলে অতনু। ছোট থেকেই লেখাপড়ায় ভালো। ২০০৫ সালে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে ভর্তি হন মেদিনীপুর কলেজে।

২০০৮ সালে অর্নাস পাশ করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হন। ২০১০ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসেন। সে বছর নেট (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)-ও কোয়ালিফাই করেন। খড়্গপুর আইআইটিতে সুযোগ পেয়ে শুরু করেন গবেষণার কাজ। কিন্তু এসএসসি-তে সফল হয়ে পরীক্ষার পরের বছর, ২০১১ সালে শিক্ষকতার চাকরি পেয়ে যাওয়ায় পরিবারের হাল ধরতে গবেষণায় ইতি টানেন।

বাড়ি থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে বড়জোড়া এলাকায় একটি স্কুলে সহ-শিক্ষক হিসেবে যোগ দেন। চাকরি পাওয়ার বছর খানেক বাদে বিয়েও করেন। এখন পরিবারে বাবা-মা, ভাই, স্ত্রী ও কন্যা। অতনু বলেন, ‘পরিবার ছেড়ে অনেক দূরে চাকরি করতাম। ইচ্ছে হলো, বাড়ির সামনে কোনও স্কুলে চাকরি করব। সেই মতো ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি দেখে ফের পরীক্ষায় বসার প্রস্তুতি নিলাম। তালিকায় ৫৯ নম্বর র‍্যাঙ্ক এল। বাঁকুড়ার বড়জোড়া স্কুলে সাত বছরের চাকরি ছেড়ে দিলাম। ২০১৮-য় যোগ দিলাম বাড়ির পাশে নারায়ণগড় ব্লকের কুনারপুর হাইস্কুলে। সেটাই কাল হলো!’

তিনি বলেন, ‘কেন বাড়ির সামনে আসতে গেলাম, জানি না। দূরে থাকলে চাকরিটা অন্তত যেত না। যোগ্যদের বাছাই হলে ফের চাকরি পাব নিশ্চিত। কিন্তু এখন যে সামাজিক সম্মান গেল, তা কী করে ফিরে আসবে? আমি তো সাদা খাতা জমা দিইনি। টাকার বিনিময়েও চাকরি পাইনি। তারপরেও আমার মতো যোগ্যদের কেন এই অবস্থা হলো?’

এখন কী করবেন, কিছুই বুঝতে পারছেন না অতনু। তাঁর স্বপ্ন ভেঙে চুরমার। বাড়ির থেকে বেরোনো দায়। অভাবের জন্য গবেষণা ছেড়ে চাকরিতে যাওয়া, পরিবারের পাশে থাকার জন্য নতুন করে চাকরি, সব মিলিয়ে কেমন যেন তালগোল পাকিয়ে গিয়েছে।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-04-26T09:54:16Z dg43tfdfdgfd