Trending:


Hooghly Incident: বল ভেবে বোমায় লাথি, মৃত ১ | Zee 24 Ghanta

Bomb thought to be a ball 1 dead


Ram Mandir Ayodhya: রামমন্দিরই ‘অস্ত্র’, বিজেপি বিরোধীদের বিঁধতে অল-আউট ঝাঁপাচ্ছে

লোকসভা নির্বাচনের আজ তৃতীয় দফার ভোট৷ বাকি এখনও চরটি দফার ভোট৷ বিজেপি সূত্রের খবর, নির্বাচনের বাকি পর্বে নির্বাচনী প্রচার ঝড় তুলতে চলেছে বিজেপি৷ এবারের ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান অস্ত্র অযোধ্যার রামমন্দির৷ দলীয় সূত্রে খবর বিরোধীদের নিশানা করার দায়িত্ব প্রধানমন্ত্রী নিজের হাতেই তুলে নিয়েছে৷ বিজেপি নেতারা প্রশ্ন তুলছেন, বিরোধী নেতাদের রামমন্দির পরিদর্শনে না যাওয়া নিয়ে৷


Lok Sabha Election 2024: 'গণতন্ত্রের উৎসব পালিত হচ্ছে', সবাইকে ভোট দেওয়ার আহ্বান গুজরাত মুখ্যমন্ত্রীর

গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল আহমেদাবাদের একটি বুথে ভোট দেন। ভোট দিয়ে তিনি বলেন, "গণতন্ত্রের উৎসব পালিত হচ্ছে। তৃতীয় দফার ভোট চলছে। আমিও ভোট দিয়েছি। ভোট দেওয়া আমাদের দায়িত্ব। আপনাদের সকলের উচিত 'এক ভারত, শ্রেষ্ঠ ভারতকে ভোট দেওয়া।


Smriti Irani: রাহুলের আমেঠি ছেড়ে দেওয়াতেই বোঝা যায় কংগ্রেসের কাছে আমি কতটা গুরুত্বপূর্ণ: স্মৃতি ইরানি

রাহুল গান্ধীর আমেঠি থেকে না দাঁড়ানোটাকে 'প্রশংসা' মনে করছেন স্মৃতি ইরানি। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাহুল গান্ধীর আমেঠি লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন। এটি তাঁর কাছ থেকে একটি বড়সড় প্রশংসাস্বরূপ। কারণ তিনি বিশ্বাস করেন যে তিনি 'কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।'


আইআরসিটিসি-তে টিকিট কাটতে গিয়ে এই ভুল করবেন না, হারাতে পারেন ১০ লক্ষ টাকা

ভারতীয় রেলকে দেশের মেরুদণ্ড বলা হয়। ভারতের জনসংখ্যার অধিকাংশই রেলপথে যাতায়াত করে। তথ্য অনুযায়ী, দেশে মোট ২২,৫৯৩টি ট্রেন রয়েছে। এর মধ্যে ৯১৪১টি পণ্যবাহী ট্রেন এবং ১৩,৪৫২টি যাত্রীবাহী ট্রেন। ভারতে, প্রতিদিন প্রায় ২ কোটি ৪০ লাখ মানুষ রেলপথে যাতায়াত করে, যা অস্ট্রেলিয়ার জনসংখ্যার প্রায় সমান (২.৬ কোটি)। বর্তমানে, বেশিরভাগ মানুষ অনলাইনে ট্রেন ভ্রমণের টিকিট বুক করেন। কিন্তু, আপনি কী জানেন যে টিকিট বুক করার সময় অতিরিক্ত ০.৪৯ পয়সা খরচ করে আপনি অনেক সুবিধা পেতে পারেন। হ্যাঁ, যাত্রীদের একটি বীমা বিকল্প দেওয়া হয় যখন তারা IRCTC প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বুক করে। এই বীমা গ্রহণকারী যাত্রীরা ১০ লাখ টাকা পর্যন্ত ক্লেম পান। IRCTC দ্বারা প্রদত্ত এই সুবিধাটি ব্যবহার করতে আপনাকে ০.৪৯ পয়সা খরচ করতে হবে। এই বীমা গ্রহণকারী ব্যক্তি যাত্রার সময় কোনো দুর্ঘটনা ঘটলে ১০ লাখ টাকা পর্যন্ত দাবি পান। ট্রেন দুর্ঘটনায় কেউ মারা গেলে বা তার শরীর ক্ষতিগ্রস্ত হলে তাকে ১০ লাখ টাকা দেওয়া এর সঙ্গে শরীরের কোনও অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে ৭.৫ লাখ টাকা পর্যন্ত বীমা পাওয়া যায়। ভ্রমণের সময় ট্রেন থেকে পড়ে গেলে হাসপাতালের চিকিৎসার খরচ বাবদ ২ লাখ টাকা পর্যন্ত পাবেন। ঝাঁসি রেলওয়ে বিভাগের জনসংযোগ কর্মকর্তা, মনোজ কুমার সিং বলেছেন যে আপনি যদি আইআরসিটিসি থেকে অনলাইনে টিকিট বুক করেন তবে আপনি ঐচ্ছিক বীমা নিতে পারেন। যাত্রীদের সুবিধার্থে এটি চালু করা হয়েছে। নীতিমালার বিভিন্ন মানদণ্ড রয়েছে। হাসপাতালের খরচের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত পাওয়া যায়। আরও বেশি সংখ্যক লোকের এই বীমার সুবিধা নেওয়া উচিত।


পুরুষ নাকি নারী, বুদ্ধির জোরে কার পাল্লা ভারী?

বিজনোরের একটি স্কুলের ছাত্রদের সঙ্গে কথার সময় অদ্ভূত যুক্তি দেয় এক শিশু। তার কথায় মেয়েদের মস্তিষ্ক ১৫০ গ্রাম কম। প্রশ্ন উঠছে তাহলে কী ওজনের সঙ্গে সঙ্গে মেয়েদের বুদ্ধিও কম হয়? এতে প্রশ্ন ওঠে সাধারণ বুদ্ধিমত্তা নিয়েও। তবে শিশুটির এই যুক্তি বহু শতাব্দী আগের কোনও পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে তৈরি, যেসময় বিজ্ঞানীরাও মস্কিষ্ক সম্পর্কে তেমন কিছু বুঝতেন না। প্রশ্ন হচ্ছে আসল সত্যিটা তবে কী?


ওল্ড গার্ড ‘এঁরা চুনোপুঁটি’: গৌরীশঙ্কর

​এ বার মুর্শিদাবাদ লোকসভা আসনে বিজেপির প্রার্থী হয়েছেন গৌরীশঙ্কর ঘোষ। গত বিধানসভা কেন্দ্রে পদ্মফুল ফুটিয়েছিলেন তিনিই। তিনি রাজনৈতিক জাবনে প্রবেশের আগে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সুবাদে বিভিন্ন সামাজিক কাজ করতেন তিনি। এরপর তিনি নাম লেখান বিজেপিতে। তাই এবারের লোকসভা ভোটে গৌরীশঙ্কর ঘোষের উপরেই ভরসা রেখেছে দল।


Bomb Blast in Pandua: হুগলির পান্ডুয়ায় বল ভেবে নিতে গিয়ে ফাটল বোমা, মৃত ১ কিশোর, জখম ২, হাত উড়ল একজনের

হুগলির পান্ডুয়া বল ভেবে নিতে গিয়ে ফাটল বোমা, মৃত ১ কিশোর, জখম ২।


Bangladeshi Arrested: শ্যুট অ্য়াট সাইট অর্ডার ছিল, কুখ্যাত দুষ্কৃতীকে পাকড়াও করল হাঁসখালি থানার পুলিস

Bangladeshi Arrested: পুলিস সূত্রে খবর, ধৃত ওই দুস্কৃতীর নাম তরিকুল দফাদার। তার বিরুদ্ধে খুন ধর্ষণ ডাকাতি সহ একাধিক অপরাধ মূলককাজের অভিযোগ রয়েছে


চাঁদিফাটা গরম! উত্তাপ উপেক্ষা করে অর্জুন গড়ে সড়ক সমাবেশে যোগ পার্থ ভৌমিকের

ভাটপাড়া: ২০১৯ সালের লোকসভা ভোটের ফল প্রকাশের পরে বারবার অশান্তির ঘটনা ঘটেছে জগদ্দল এলাকায়৷ ভাটপাড়া-জগদ্দল এলাকার অশান্তি নিয়ে রীতিমতো রাজনৈতিক আলোড়ন পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে৷ এবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে সেই ঘটনার উদাহরণ টেনে বারবার প্রচার করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিজেপিও পালটা কটাক্ষ করতে ছাড়েনি৷ এই অবস্থায় এলাকায় প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক৷ তীব্র গরম উপেক্ষা করে সড়ক সমাবেশ সারছেন তৃণমূল প্রার্থী পার্থ...


Guru Teg Bahadur: গুরু তেগ বাহাদুর সাহেবের গুরু পর্ব উপলক্ষে স্বর্ণ মন্দিরে ভক্তদের প্রার্থনা

গুরু তেগ বাহাদুর সাহেবের গুরু পর্ব উপলক্ষে অমৃতসরের স্বর্ণ মন্দিরে ভক্তরা উদযাপন করেছেন। শিখ ধর্মের নবম গুরু গুরু তেগ বাহাদুর সিং প্রতি এপ্রিল, বিশেষ করে বৈশাখ পঞ্চমীতে উদযাপন করা হয়। তিনি শিখ ক্যালেন্ডারে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষ পঞ্চমীতে জন্মগ্রহণ করেন। তার বীরত্ব ও আত্মত্যাগের জন্য পরিচিত, গুরু তেগ বাহাদুর পাঞ্জাবের অমৃতসর থেকে গুরু হর গোবিন্দ সিং-এর পঞ্চম পুত্র ছিলেন। তার যৌবনে, তিনি ত্যাগমাল নামে পরিচিত ছিলেন, একজন সাহসী এবং সহানুভূতিশীল ব্যক্তি। গুরু হর গোবিন্দ সাহেবের নির্দেশনায়, তিনি আধ্যাত্মিক শাস্ত্র এবং মার্শাল আর্ট উভয়ই শিক্ষা লাভ করেন, অল্প বয়সে তার পিতার সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করে বীরত্ব প্রদর্শন করেন। মাত্র ১৪ বছর বয়সে, তার বাবা তার নাম রাখেন তেগ বাহাদুর, যার অর্থ 'সাহসীর তলোয়ার'।


ভারতে আজ তৃতীয় দফার ভোট, বিজেপি কি কিছুটা ব্যাকফুটে?

রাজনৈতিক ঘটনাবহুল পটভূমিতেই ভারতে আজ অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় দফার ভোট – যাতে ৯৩টি আসনে মোট ১৩৫১জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। বিগত নির্বাচনে এই ৯৩টি আসনের মধ্যে ৮০টিই গিয়েছিল বিজেপি জোটের দখলে, তবে এবারে তাদের জয় অত সহজ না-ও হতে পারে।


মুকুল-শুভ্রাংশুর বীজপুরে রোড শো পার্থ ভৌমিকের, দিনের শুরুতে হনুমান মন্দিরে পুজো

দক্ষিণবঙ্গ: ভোট প্রচারে এই তীব্র দাবদাহকে উপেক্ষা করে বীজপুরে গত সোমবার রোড শো করলেন তৃণমূলপ্রার্থী পার্থ ভৌমিক। ব্যারাকপুর লোকসভা আসনের এই বিধানসভা আসনে ভাল মার্জিন ধরে রাখতে চায় তৃণমূল কংগ্রেস। বীজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হালিশহরের ১৮ নম্বর ওয়ার্ড এলাকায় তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিক সহ বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং স্থানীয় সকল নেতৃবৃন্দদের উপস্থিতিতে এক রোড শো এর আয়োজন করা হয় এদিন।তৃণমূল...


Asaduddin Owaisi On Prajwal Revanna: 'সব জেনেও যৌন কেলেঙ্কারিতে অভিযুক্তের হয়ে প্রচার মোদীর', বিস্ফোরক ওয়াইসি

হাজার হাজার মহিলাদের যৌন নিপীড়নের ভিডিয়ো তৈরি করে তা সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া ইস্যুতে নাম জড়িয়েছে JD(S) নেতা-বিদায়ী সাংসদ তথা এবারের লোকসভা নির্বাচনের হাসানের প্রার্থী প্রজ্বল রেভান্নার। প্রজ্বল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি। তাঁর বিরুদ্ধে SIT গঠনের নির্দেশ দেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। এবার এনিয়ে মুখ খুলে AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। মোদীকে আক্রমণ করেন তিনি।


Uluberia: প্রচারের মধ্যেই বড়সড় দুর্ঘটনায় বিজেপি প্রার্থী, ভাঙল পাঁজরের হাড়-কলারবোন!

বিজেপির অভিযোগ, সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল। কেন? কারণ, একটি টোটো গাড়ি নাকি...


এসব জিনিস না রাখলে গাড়িতে, বিপদে পড়তে হবে

এসব জিনিস না রাখলে গাড়িতে, বিপদে পড়তে হবে


SSC চাকরিহারাদের হল না সুরাহা, সুপ্রিম কোর্টে পিছোল শুনানি! ফের শুনানি কবে?

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলা। একাধিকবার সময় পিছিয়ে গিয়েও সোমবারে শুনানি হলই না এই মামলার। মঙ্গলবার শুনানি হবে প্রধান বিচারপতি বেঞ্চে। কাল একটি আগাম জামিন মামলার শুনানি করার পর এসএসসি মামলা ধরবে শীর্ষ আদালত।কলকাতা হাইকোর্টের রায়ে মুহূর্তের মধ্যে হাজার হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরিহারা হয়েছেন। সোমবার সেই মামলার শুনানি ছিল দেশের সর্বোচ্চ আদালতে। কিন্তু...


Weather Forecast: ১১ জেলায় কালবৈশাখীর চরম সতর্কতা, আজ বিকেলে ফের ঝড়-বৃষ্টি?

১১ জেলায় কালবৈশাখীর চরম সতর্কতা, আজ বিকেলে ফের ঝড়-বৃষ্টি?


'আজই ঘরের ছেলেটা বাড়ি ফিরত, তা আর হল না...', হাহাকার পাণ্ডুয়ার বিস্ফোরণে মৃত রাজের দাদুর

গরমের ছুটিতে মামাবাড়িতে বেড়াতে এসেছিল ছোট্ট রাজ। সোমবারই তার বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। তার আগে পাড়ার খুদেদের সঙ্গে খেলছিল সে। কিন্তু, বল ভেবে পা পড়ে যায় বোমায়। গুরুতর আহত হয় তিন জন। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রাজকে মৃত বলে ঘোষণা করেন। ঠিক কী জানা গিয়েছে? রইল বিস্তারিত


ফের রামলালা দর্শন মোদির, হাতে পদ্মের থালি... ভোটমুখী অযোধ্যায় রামমন্দিরে

অযোধ্যা: প্রাণপ্রতিষ্ঠার পরে প্রথমবার অযোধ্যার রামমন্দিরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনের পরে কেটে গিয়েছে প্রায় সাড়ে তিন মাস। এবার লোকসভা ভোট চলাকালীনই রামলালার দর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পদ্মে সাজানো পুজোর থালা নিয়ে রামলালার পুজো ও আরতি করেন প্রধানমন্ত্রী।রবিবার উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে যান প্রধানমন্ত্রী। একটি জনসভা করেন তিনি। তার পর সন্ধেবেলা পৌঁছে যান রামমন্দিরে। গত ২২ জানুয়ারি এই রামমন্দিরের গর্ভগৃহে থেকেই...


তৃতীয় দফায় মালদা-মুর্শিদাবাদের ৪ কেন্দ্রে ভোটগ্রহণ, অবাধ নির্বাচনের লক্ষে আঁটসাঁট নিরাপত্তা

দেশে তৃতীয় দফার লোকসভা নির্বাচন মঙ্গলবার। ভোটগ্রহণ হতে চলেছে এই রাজ্যেও ৪ কেন্দ্রেও। তৃতীয় দফায় ভোটাররা মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করতে চলেছেন। ইতিমধ্যেই ভোটের সমস্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেলেছে নির্বাচন কমিশন। সঙ্গে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয় সেই বিষয়েও বদ্ধপরিকর নির্বাচন কমিশন। থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।


ভয়াবহ!ভরা বাসে ধাক্কা ট্রাকের,মুহূর্তে মৃত্যুমিছিল!দুমড়ে যাওয়া বাসে শুধু কান্না

নাসিক: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল সরকারি বাস ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। মুম্বই-আগ্রা জাতীয় সড়কের রাহুদ-ঘাট এলাকায় ঘটা এই ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। মৃতদের মধ্যে এক নাবালকও রয়েছে।ঘটনার জেরে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল মুম্বই-আগ্রা হাইওয়েতে ৷ দুর্ঘাটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় মুম্বই পুলিশ ৷ প্রসঙ্গত, মুম্বই-আগ্রা হাইওয়ের চান্দওয়াড়ের কাছে রাহুদ ঘাট এলাকাটি খুবই বিপজ্জনক এলাকা বলে পরিচিত। এই এলাকায় প্রায়শই দুর্ঘটনা ঘটে তাই এই স্থানটিকে...


Mamata Banerjee: মোদীর ভবিষ্যদ্বাণীর পাল্টা মমতা, সরব অভিষেকও

লোকসভা ভোটের কৃষ্ণনগরের নির্বাচনী সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেহ প্রকাশ করেছিলেন তৃণমূল ১৫টি আসন পাবে কি না তা নিয়ে। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি গত রবিবার বীরভূমের লাভপুরের নির্বাচনী সভা থেকে সংশয় প্রকাশ করে বলেছেন, বিজেপি পশ্চিমবঙ্গে আদৌ ৫টি আসন পাবে কি না সন্দেহ। পাশাপাশি এই নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়​ও।


WB performance in ICSE and ISC 2024 Result: বাংলায় ‘খারাপ’ হল ICSE ও ISC পরীক্ষার রেজাল্ট! পাশের হারে টেক্কা মেয়েদের

WB performance in ICSE and ISC 2024 Result: ICSE এবং ISC পরীক্ষায় পশ্চিমবঙ্গের ফলাফল খুব ভালো হল না। সার্বিকভাবে যত শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছে, তার থেকে পশ্চিমবঙ্গের পাশের হার কম। ছাত্রদের থেকে ছাত্রীদের পাশের হার বেশি।


"তাকে আমি জ্যান্ত রাখব না" ভরা সভায় বিরোধীদের হুঁশিয়ারি! কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ঝড়

এবার ভোটের প্রচারে এসে ভরা সভায় বিরোধীদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।


World News: মলদ্বীপে তুরস্কের যুদ্ধজাহাজ! মইজ্জুর বিরুদ্ধে কী প্ল্যান ভারতের

রোজই প্রায় ভারতের ধৈর্যের পরীক্ষা নিয়ে চলেছে মলদ্বীপ। চিনের গুপ্তচর জাহাজের পর দ্বীপরাষ্ট্রে পৌঁছল তুরস্কের যুদ্ধজাহাজ। আর তা নিয়ে সন্দেহ দানা বেধেছে। মলদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর চিনপন্থী অবস্থান ক্রমাগত প্রভাব দেখাচ্ছে। বর্তমানে নয়াদিল্লি এবং মলদ্বীপের রাজধানী ম্যালের মধ্যে উত্তেজক পরিস্থিতি ক্রমাগত বাড়ছে। ঠিক এই আবহেই চিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পর এখন মুইজ্জু তুরস্কের সঙ্গে সম্পর্ক গভীর করছেন।


পুলওয়ামায় পাকিস্তানের জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন, রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ সেই ফাওয়াদ চৌধুরী

বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা রাহুল গান্ধীর প্রশংসা করার জন্য পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরীকে নিশানা করেছেন। তিনি বলেন, কংগ্রেসের হাত পাকিস্তানের সঙ্গে।


স্ত্রীর সঙ্গে অস্বাভাবিক যৌনতা ধর্ষণ নয়, সম্মতি গুরুত্বহীন, বলল মধ্যপ্রদেশ HC

আদালত স্বামীর বিরুদ্ধে দায়ের করা এফআইআর খারিজ করে দিয়েছে, উল্লেখ করেছে যে স্বামী তার আইনত বিবাহিত স্ত্রীর সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্ক স্থাপন করলে তা ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩৭৭ ধারার অধীনে অপরাধ নয়।


নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সিইএসসি-কে নির্দেশ

গরম পড়ার পাশাপাশি দোসর হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। এদিকে ​সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 64 বছরের রেকর্ড গড়েছে। সিইএসসি-কে জনসাধারণের কাছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে কড়া নির্দেশ দিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। সোমবার এ নিয়ে সিইএসসি-র পদস্থ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বিদ্যুৎমন্ত্রী।


আগামী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মঙ্গলের সাহস ও পরাক্রম বাড়ছে! বিশাল টাকা

জ্যোতিষ শাস্ত্রমতে সাহস ও পরাক্রমের প্রতীক মঙ্গল ৷ মেষ ও বৃশ্চিকের স্বামী মঙ্গল ৷ মঙ্গলবারই মঙ্গল কুম্ভ থেকে বেরিয়ে মীনে প্রবেশ করেছেন ৷ প্রতীকী ছবি ৷ আগে থেকেই রাহু মীনে বিরাজমান ৷ এরফলেই মঙ্গল ও রাহুর মধ্যে অঙ্গারক রাজযোগের নির্মাণ হয়েছে ৷ এই অঙ্গারক মহারাজযোগ ২৩ এপ্রিল থেকে ১ জুন ২০২৪ পর্যন্ত চলবে ৷ প্রতীকী ছবি ৷ জ্যোতিষ শাস্ত্রমতে এই অঙ্গারক রাজযোগ বিরাট প্রভাব নিয়ে আসতে চলেছে ৷ এই অঙ্গারক রাজযোগ অত্যন্ত শুভ বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷ আগামী ৪০ দিন পর্যন্ত এই রাজযোগ বজায় থাকবে, ফলে জাতক-জাতিকাদের জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি নিয়ে আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷ এই অঙ্গারক রাজযোগের ফলে জাতক-জাতিকাদের জন্য ঠিক কোন কোন রাশির জাতক-জাতিকাদের জন্য জীবন অত্যন্ত সুন্দর হতে পারে ৷ প্রতীকী ছবি ৷ মঙ্গল হলেন সাহস ও পরাক্রমের প্রতীক ৷ মঙ্গলের মীনে প্রবেশের ফলে তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য আচ্ছে দিন আসতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷ চাকরিজীবীদের জন্য এবার জীবন আরও ভাল হতে চলেছে ৷ সময় অনুকূল হবে, নানান ধরনের সম্ভাবনা এবার তৈরি হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷ এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, নতুন নতুন করে জীবনের নানান দ্বীপ জ্বলবে ৷ প্রতীকী ছবি ৷ বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য নানান ভাল অবস্থা তৈরি হবে এবার ৷ নানান ধরনের প্রভাব বাড়তে চলেছে এরফলে জীবনের নতুন নতুন দিগন্ত প্রতিষ্ঠিত হবে ৷ প্রতীকী ছবি ৷ প্রতিযোগিতায় দুরন্ত ফল করবেন, দাম্পত্য জীবন আগের থেকে আরও ভাল হতে চলেছে ৷ সব মিলিয়ে এবার নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷ মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে জাতক-জাতিকারাদের জন্য অত্যন্ত ভাল সময় আসতে চলেছে ৷ যাঁরা লেনদেন সংক্রান্ত বিষয়ে কাজ করেন এবার তাঁদের জন্য অত্যন্ত ভাল সময় আসছে ৷ প্রতীকী ছবি ৷ শিক্ষা বা প্রতিযোগিতামূলক বিষয়ে অত্যন্ত ভাল রেজাল্ট করতে পারবেন জাতক-জাতিকারা ৷ নতুন করে জীবন শুরু করতে পারবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷ উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷


লিপলক কিস ইন মেট্রো! বেঙ্গালুরুর ট্রেনে দিল্লি মেট্রোর ছায়া, দেখুন বিতর্কিত ভাইরাল ভিডিও

বেঙ্গালুরু মেট্রো যাত্রীরা তরুণ যাত্রীদের মধ্যে সাম্প্রতিক অসহিষ্ণুতার ঘটনায় তাদের ক্ষোভ প্রকাশ করছেন। তাঁরা বলেন, এ ধরনের আচরণে সাধারণ যাত্রীরা খুব ডিস্টার্বড হন।


লাঠি, ত্রিশূল, ডুগডুগির পর এবার হাতে হকি স্টিক! কী বলছেন দিলীপ?

বর্ধমান: গদা, লাঠি, ডুগডুগির পর এবার হাতে হকি স্টিক দিলীপ ঘোষের। কথা বললেন রাজ্যের খেলাধুলার অবস্থা নিয়ে। হাতে হকি স্টিক নিয়ে আর ঠিক কী বার্তা দিলেন বর্ধমান দুর্গাপুরের পদ্ম প্রার্থী ?এ দিন মঙ্গলবার বর্ধমান শহরে নিজস্ব জনসংযোগ কর্মসূচি পালন করলেন বিজেপির হেভি ওয়েট নেতা দিলীপ ঘোষ। সাতসকালে প্রাতঃভ্রমণ সেরে চা চক্রে যোগ দেন পদ্ম প্রার্থী। হাতে হকি স্টিক ও বল নিয়ে অন্য মেজাজে দেখা যায় দিলীপ ঘোষকে। এদিন বর্ধমান শহরে ইউথ ক্লাবের ময়দানে...


যেখানে অবৈধ পাথর খনির মিহি গুঁড়াতে ভরে ওঠে ফুসফুস

ভারতের বৃহত্তম কয়লা ভাণ্ডার পাওয়া গেছে পশ্চিমবঙ্গে বীরভূমে দেউচা পাচামী অঞ্চলে। এখন সেখানে আছে শয়ে শয়ে পাথর খনি আর পাথর ভাঙ্গার মেশিন। সেখানকার মানুষ পাথর গুঁড়ার সেই বাতাসেই নিঃশ্বাস নিতে বাধ্য হন। ফুসফুসের রোগ ধরেছে এখানকার বহু মানুষের।


বৃদ্ধের গায়ের উপর দিয়ে চলে গেল লরি! সাংঘাতিক কাণ্ড... ধুন্ধুমার এলাকা

নদিয়া: লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল ৯৩ বছর বয়সী এক বৃদ্ধর, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ লরিটিকে আটক করেছে।জানা যায়, মৃতের নাম তৈয়ব শেখ, বাড়ি নদিয়ার শান্তিপুর পৌরসভা এলাকার ২৪ নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের দাবি, শুক্রবার দুপুর ১২ টা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন। তারপরেই এই দুর্ঘটনা। পুলিশ ঘাতক লরিটিকে আটকে রাখে। আহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।সূত্রের খবর গাড়ির খালাসি লরিটি...


প্রচারে বেরিয়ে আচমকা গুরুতর অসুস্থ অভিনেতা সোহম, হাসপাতালে চলছে চিকিৎসা

কলকাতাঃ গরমে প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা সোহম চক্রবর্তী। তীব্র গরমে নাজেহাল পরিস্থিতি। ৪০ ডিগ্রির উপরে কলকাতার তাপমাত্রা, যা ইতিমধ্যেই ৭০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। এই ভয়ঙ্কর গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু এই সব উপেক্ষা করেই রাজ্যে চলছে নির্বাচনী প্রচার।দলীয় প্রার্থীদের সমর্থনে অভিনেতা তথা চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী প্রচার করছিলেন। সেই সময়ই হঠাৎ গুরুতর অসুস্থ পড়েন। জানা গিয়েছেন, লু লেগেই অভিনেতা মঙ্গলবার অসুস্থ হয়ে...


NTA on NEET-UG question paper ‘leak’: NEET-র প্রশ্নপত্র ফাঁস হয়নি, পুরো ভিত্তিহীন! রাহুলদের আক্রমণের মধ্যে দাবি NTA-র

রবিবার সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-UG) হয়েছে। আর সেই প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ অভিযোগ উঠেছে বলে দাবি করা হয়েছে।


Terrorist Attack Latest: জঙ্গিদের সঙ্গে বায়ুসেনার যোদ্ধাদের রুদ্ধশ্বাস গুলির লড়াই! কাশ্মীরে কনভয় হামলায় শহিদ ১, আহত ৪

ভারতীয় সেনার বাড়তি বাহিনী সেখানে পৌঁছেছে। জম্মু ও কাশ্মীরের পুলিশের সঙ্গে মিলে সেনা এই অপারেশন চালাচ্ছে। এদিকে, বায়ুসোর স্পেশ্যাল ফোর্স নামানো হয়েছে এলাকা জুড়ে।


রবিবারের দুপুরে আগুনের তাণ্ডব, চারদিকে শুধু আতঙ্কই -আতঙ্ক

পশ্চিম বর্ধমান: রবিবাসরীয় গ্রীষ্মের দুপুরে তখন এলাকার সবাই প্রায় তন্দ্রাচ্ছন্ন। হঠাৎ করেই যেন বাড়তে শুরু করল এলাকার তাপমাত্রা। কালো ধোঁয়ায় ভরে গেল গোটা এলাকা। চারিদিক থেকে আগুন আগুন চিৎকার। আবার ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল আসানসোল পৌরনিগম এলাকার মানুষ। আসানসোলের রানীগঞ্জে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ডেকোরেটরের গোডাউন।রবিবার দুপুরে এই ভয়ঙ্কর আগুন লাগে রানীগঞ্জের রাজপাড়ায় অবস্থিত একটি ডেকোরেটের গোডাউনে। যদিও আগুনের সূত্রপাত...


সিধু মুসেওয়ালা হত্যা মামলায় জঙ্গি ঘোষিত গ্যাংস্টার গোল্ডি ব্রারকে গুলি করে খুন, চাঞ্চল্য

গোল্ডি ব্রারের আসল নাম সতীন্দরজিৎ সিং। জন্ম ১৯৯৪ সালে পাঞ্জাবের মুক্তসার সাহেব জেলায়। গোল্ডি ব্রারের বাবা পঞ্জাব পুলিশের একজন অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর।


Delhi Schools Bomb Threat : পর পর ১০০ স্কুল বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি! দিল্লিতে তুলকালাম

দিল্লি পাবলিক স্কুল সহ মোট ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে বুধবার সকালে। ঘটনা ঘিরে তুলকালাম কাণ্ড দিল্লিতে। ইমেলের মাধ্যমে স্কুলগুলিকে বিস্ফোরণের হুমকি পাঠানো হয় বলে খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে দিল্লি ও নয়ডা পুলিশ। ডাকা হয়েছে বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড। যদিও এখনও পর্যন্ত কোনও বোমা কিংবা বিস্ফোরকের সন্ধান মেলেনি।


Mallikarjun Kharge On Modi: 'শুধু কী মুসলিমদের‌ই সন্তান বেশি? আমারও ৫টি', মোদীকে পালটা মল্লিকার্জুন খাড়্গের

শুধুমাত্র মুসলমানদেরই সন্তান সংখ্যা বেশী? আমারও পাঁচটি সন্তান আছে। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের পাল্টা কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে কংগ্রেসের ইস্তেহার নিয়ে আক্রমণ করতে গিয়ে লাগাতার মুসলিম প্রসঙ্গ উত্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, যাদের অনেক সন্তান আছে।


দিল্লি পুলিশের ক্রাইম ব্রঞ্চের হতে ধৃত বিএসএফ অফিসার

দিল্লিতে ৫০ কেজি গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছিল ছেলে ও শ্যালক। সেই সূত্রে স্বরূপনগরের বিথারী সীমান্তের বিএসএফের এএসআই আধিকারিককে গ্রেপ্তার করল দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। ​রবিবার অভিযুক্তকে আদালতে তোলা হলে ৩৬ ঘণ্টার ট্রানজিট রিমান্ডে ধৃতকে দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে স্বরূপনগরের সীমান্ত এলাকার।