Trending:


Malda Medical College | 'Threat Culture' বন্ধের দাবিতে মালদহ মেডিক্যালে ধুন্ধুমার! | Zee 24 Ghanta

Chaos at Malda Medical College demanding an end to the 'Threat Culture'!


Mousuni Island Fire: মৌসুনি দ্বীপে টুরিস্ট কটেজে ভয়াবহ আগুন | Zee 24 Ghanta

A terrible fire broke out at a tourist cottage in Mausuni Island


হঠাৎ রাস্তায় কুকুর তাড়া করলে কী করবেন, জানেন? 'সঠিক' ফর্মুলা বলে দিলেন বিশেষজ্ঞ

কুকুর নিঃসন্দেহে মানুষের অত্যন্ত কাছের একটি প্রাণী। সবচেয়ে প্রিয় পোষ্য প্রাণীদের মধ্যে একটি কুকুর। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যখন নির্জন রাস্তা দিয়ে যাই এবং বা একা কোনও গলিতে ঢুকে পড়ি, অন্ধকার রাস্তা দিয়ে এগোলে হঠাৎ সামনে এসে হাজির হয় রাস্তার কোনও কুকুর। এদের কেউ কেউ আবার সজোরে পিছু নেয়। আর তাতেই দিগ্বিদিগ জ্ঞান শূন্য হয়ে আমাদের আক্রমণ করে বা পিছু নেয়। আসলে রাস্তার কুকুরদের অনেকেই ভালবাসেন। আদরও করেন সময় বিশেষে। তবে বিপদ তখনই, যখন এই আপাত নিরীহ প্রাণীটি আক্রমণাত্মক হয়ে ওঠে। মাঝে মাঝে দেখা যায় এক দল কুকুর চলন্ত বাইকের পিছনে দ্রুত ছুটতে শুরু করে। এই ধরনের পরিস্থিতিতে, ব্যক্তি হতভম্ব হয়ে যান এবং কিংকর্তব্যবিমূঢ় হয়ে এমন কিছু করে বসেন যা কুকুরকে আরও উত্তেজিত করে তোলে। প্রায়শই আমরা সোশ্যাল মিডিয়ায় এমন ভাইরাল ভিডিও দেখি যেখানে দেখা যায় রাস্তার কুকুর হঠাৎ পথচলতি মানুষকে আক্রমণ করেছে। আপনিও যদি এমন পরিস্থিতিতে পড়েন কী করতে হবে জানা আছে তো? সঠিক নিয়ম জানাতেই এই প্রতিবেদন। আগ্রার বিখ্যাত পোষ্য চিকিৎসক সঞ্জীব নেহেরু তাঁর পরামর্শে বলেন, সম্ভাব্য কুকুরের আক্রমণ এড়াতে অনেক উপায় রয়েছে। কিন্তু ভিন্ন ও ভুল পথ অবলম্বন করলে এমনকি জীবনেরও বড় ঝুঁকি নিয়ে ফেলতে পারেন আপনি। প্রথমত : বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন, দৌড়াদৌড়ি করে অযথা উত্তেজিত না হয়ে, এই রকম পরিস্থিতিতে আপনি যেখানে আছেন সেখানে দাঁড়ানোই সবচেয়ে ভাল উপায়। প্রাণীটির চোখের দিকে নয়, অবিলম্বে নীচের দিকে তাকান ও চোখেচোখে সরাসরি তাকানো এড়িয়ে যান। দ্বিতীয়ত: কুকুর তাড়া করলে প্রথমে থেমে যান, ধীরে হাঁটুন এবং হাঁটার সময় যদি আশপাশ থেকে কুকুর আপনার দিকে তেড়ে আসতে থাকে তাহলে দাঁড়িয়ে যান কিংবা হাঁটার গতি কমিয়ে ফেলুন। বোঝান, আপনি ভয়ে পালাচ্ছেন না। তৃতীয়ত: হামেশাই দেখা যায় কুকুরের আক্রমণ মানুষকে বিচলিত দেয়। তাঁরা অযথা মেজাজ হারিয়ে ফেলেন। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কোনও দরকার নেই। এক্ষেত্রে প্রাণীর চিকিৎসক সঞ্জীব নেহরুর মতে, আপনি যদি বাইকে যান এবং আপনার পিছনে একটি কুকুর তাড়া করে, তাহলে আপনার উচিত অবিলম্বে আপনার বাইকটি থামিয়ে দেওয়া। সাধারণত, কুকুরটি তখনই আক্রমণ করে যখন মনে হয় তাদের এলাকায় কেউ প্রবেশ করেছে। তাই এক্ষেত্রে আতঙ্কিত না হয়ে উচ্চ গতিতে বাইক চালান। ভয় পেয়ে গেলে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। চতুর্থত : এ ছাড়া, আপনি যদি পায়ে হেঁটে রাস্তা দিয়ে যান এবং রাস্তার একদল কুকুর আপনাকে হঠাৎ আক্রমণ করে, তবে প্রথমে শান্ত থাকার চেষ্টা করুন এবং এক জায়গায় স্থির হয়ে দাঁড়ান। কুকুরগুলির মনে হওয়া উচিত যেন আপনি তাদের জন্য কোন ভয়ের কারণ হয়ে উঠবেন না। আক্রমণের সময় মুখ বাঁচান: প্রায়শই মানুষ কুকুর দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন আর তাতে কুকুর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। মনে রাখবেন কখনই কুকুর দেখে পালিয়ে যাওয়ার ভুল করবেন না। এতে তারা মনে করে তারা বিপদে পড়েছে। যদি একটি কুকুর আপনাকে আক্রমণ করে, আপনার হাতের কাছে থাকা লাঠি বা ছাতা পেলে তা দিয়ে নিজেকে রক্ষা করুন। কাছাকাছি এমন কিছু থাকলে ভাল হয় যা দিয়ে আপনি বাতাসে তরঙ্গ তুলতে পারেন, যা কুকুরকে পালিয়ে যেতে বাধ্য করবে। আবার হাতের কাছে কিছু খাবার থাকলে কুকুরের দিকে খাবার ছুড়ে দিতেও পারেন। আক্রমণের সময় আপনার মুখ অবশ্যই রক্ষা করার চেষ্টা করুন। ডিসক্লেইমার: আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।


পাঁচ টাকার লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, পুলিশের তৎপরতায় শাস্তি অপরাধীর

নদিয়া: পুলিশের তৎপরতায় ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার সাজা পেল অপরাধী। ঘটনাটি ৩ সেপ্টেম্বর ২০১৮ সালের, নদীয়া জেলার তাহেরপুর থানা এলাকার, যা বর্তমানে রাণাঘাট পুলিশ জেলার অন্তর্ভুক্ত।পশ্চিমবঙ্গ পুলিশের ফেসবুক পেজে বিবরণ দেওয়া হয়েছে সেই ঘটনার, ‘সকাল ন’টা নাগাদ বাড়ির কাছেই দোকান থেকে চিপস কিনতে বেরোয় দুই বন্ধু- একজনের বয়স নয়, দ্বিতীয় জনের ছয়। দোকানে যাওয়ার পথে তাদের প্রতিবেশী, বছর চল্লিশের শম্ভু দাসের সঙ্গে দেখা হয় দুই বন্ধুর। ন’বছরের...


Sukanta Majumdar at Panskura: 'মমতা কোথায় ?', পাঁশকুড়ায় সুকান্তকে 'মন্ত্রী ভেবে' চ্যালাকাঠ নিয়ে বিক্ষোভ গ্রামবাসীর

পাঁশকুড়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনের যাওয়ার পথে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কনভয় আটকে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া ব্লকের মানুরে। স্থানীয় বাসিন্দারা জল ও খাবার পাচ্ছেন না এই দাবি তুলে, হাতে বাঁশ ও লাঠি নিয়ে সুকান্ত মজুমদারের কনভয়ের সামনে বিক্ষোভ দেখান। যদিও পাল্টা সুকান্ত মজুমদারের দাবি, 'স্থানীয় মানুষেরা জিজ্ঞেস করছিলেন তৃণমূল নেতারা কোথায় ? আমার কাছে তাঁরা জিজ্ঞেস করছিলেন মুখ্যমন্ত্রী কখন আসবে ? তারা মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন। দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য তাঁরা হাতে চ্যালা কাঠ নিয়ে অপেক্ষা করছেন।'


'বাহ্' , মমতার উদ্দেশে প্রশংসাসূচক পোস্ট পদত্যাগী সাংসদ জহর সরকারের

আরজি কর কাণ্ডের প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন জহর সরকার। শনিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যভবনে জুনিয়র চিকিৎসকদের ধরনামঞ্চে উপস্থিত হতেই তাৎপর্যপূর্ণ পোস্ট করেন পদত্যাগী সাংসদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে শনিবার মাত্র একটি শব্দে মমতার পদক্ষেপকে 'বাহ' বলে বর্ণনা করেন জহর সরকার। প্রাক্তন তৃণমূল সাংসদের দাবি, আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য মুখ্যমন্ত্রীকে লেখা শেষ চিঠিতে মমতা...


Narendra Modi: রাষ্ট্রসঙ্ঘের সভায় যোগ দিলেও ইউনূসের সঙ্গে বৈঠক নয় মোদীর

নিউ ইয়র্কে আগামী সপ্তাহেই বসতে চলেছে রাষ্ট্রসঙ্ঘের সাধারণসভা। বৈঠকে উপস্থিত থাকবেন বাংলাদেশের সরকারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


Howrah TMC | তৃণমূল নেতার গাড়িতে হামলা | Zee 24 Ghanta

Trinamool leader's car attacked


Flood Situation: মুখ্য়মন্ত্রীর আসার দাবিতে পাঁশকুড়া থেকে ঘাটাল যাওয়ার পথে সুকান্ত মজুমদারের কনভয় ঘিরে বিক্ষোভ

পাঁশকুড়া থেকে ঘাটাল যাওয়ার পথে আটকাল সুকান্ত মজুমদারের কনভয়। মুখ্যমন্ত্রীকে আসতে হবে, দাবি স্থানীয়দের। সুকান্ত মজুমদারের অভিযোগ, রাজ্য সরকার বন্যা ত্রাণে পচা চাল বিলি করছে। DVC-র ছাড়া জলে প্লাবিত হুগলির খানাকুল। নতুন করে জল ঢুকেছে একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায়। ইতিমধ্যেই খানাকুলের ২০টিরও বেশি গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত। ভাসছে মারোখানা, পান শিউলি, জগৎপুর, রাজহাটি ১ ও ২, পলাশপাই ১ ও ২, ধান্যঘোড়ি, শাবলসিংহপুর-সহ একাধিক পঞ্চায়েত এলাকা। জল ঢুকেছে একাধিক স্কুলে। পঞ্চায়েত অফিসও জলমগ্ন। খানাকুল হাসপাতালেও জল ঢুকতে শুরু করেছে। গ্রামের রাস্তা থেকে শুরু করে রাজ্য সড়কের ওপর দিয়ে জল বইছে। ফলে অনেক জায়গাতেই সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন। বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। অনেক জায়গায় মানুষ জলবন্দি হয়ে পড়েছেন।


চীনে স্কুলে ছুরিকাঘাতে ১০ বছরের ছাত্র নিহত

চীনের শেনঝেন শহরের একটি জাপানিজ স্কুলে আততায়ীর ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছে৷


Waterlogged | অনবরত জল ছাড়া হচ্ছে পাঞ্চেত থেকে, বাঁধ ভেঙেছে ডুবছে বাড়িঘর | Zee 24 Ghanta

Water is continuously released from Panchet, dams are broken and houses are drowning


ইন্দিরা-বিরোধী ইয়েচুরিই কংগ্রেস-জোটের কারিগর

১৯৭৭ সালে কংগ্রেস সরকারের সময়ে সে দিনের সেই তরুণ নেতাই পরে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ​গোপালন ভবনের অন্দরে সিপিএমের তাত্ত্বিক নেতা হিসেবেই বেড়ে উঠেছেন সীতারাম। মেঠো ভোট রাজনীতির বদলে দলের তাত্ত্বিক অবস্থান নিয়ে বিতর্কে বেশি আগ্রহী ছিলেন তিনি।রাজ্যসভায় বিরোধী শিবিরে অন্যতম প্রধান মুখ হয়ে উঠতে পেরেছিলেন সীতারাম ইয়েচুরি।


DM at Liquor Shop: মদের বোতল পিছু ২০ টাকা বাড়তি! ক্রেতা সেজে অসাধু ব্যবসায়ীকে জরিমানা জেলাশাসকের

ক্রেতার ছদ্মবেশে অসাধু মদ ব্যবসায়ীকে শায়েস্তা করলেন জেলাশাসক। অতিরিক্ত অর্থ আদায়ের জন্য করলেন জরিমানাও।


R G Kar News | ESMA কী? | 'চা-আড্ডা আর খবর' | Mamata Banerjee News

R G Kar News | ESMA কী? | 'চা-আড্ডা আর খবর' | Mamata Banerjee News . . . #mamatabanerjeenews #justiceforabhaya #RGKarNews #আরজিকর #RGKarhospital #RGKarMedicalCollegeandHospital #Abhaya #RGKarHospitalDoctorsDeath #rgkarmedicalcollege #RGKarCase #DoctorsProtest #CrimeNews #BengalHorror #BreakingNews #News #RepublicBangla #RBangla #BengalNews #BanglaNews #BengaliNews #BengaliNewsLive #NewsUpdate #NewsAlert #latestnews #breakingnews Official page of...


যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার জনি মাস্টার

যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করা হল জাতীয় পুরস্কারপ্রাপ্ত কোরিওগ্রাফার জনি মাস্টারকে। মহিলা সহকর্মীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সাইবেরাবাদ পুলিশ গোয়া থেকে যৌন নিপীড়নের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে। জনপ্রিয় এই কোরিওগ্রাফারের আসল নাম শাইক জনি। তিনি বলিউডে 'স্ত্রী ২ ' ছবির গান 'কাটি রাত মে.....' কোরিওগ্রাফ করেছেন। কাজ করেছেন সলমন খান, রাম চরণ, আল্লু অর্জুনের সঙ্গেও। চলতি বছরে তিনি 'থিরুচিত্রমবলম' ছবির গান 'মেঘম...


মৌসুনি দ্বীপে রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফাটল একের পর এক গ্যাস সিলিন্ডার

রিসর্টের কর্মী সুরজিৎ দাস বলেন, ‘ভোর ৫টা নাগাদ আগুন লাগে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ আকার নেয়। যার জেরে লজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হয়। এর ফলে জলের পাম্প চালাতে পারিনি।


RG করের ঘটনা থেকে শিক্ষা, বারুইপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে বদলে গেল নিয়ম!

দক্ষিণ ২৪ পরগনা: আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের কাণ্ডের পর বারুইপুর মহকুমা ও সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিরাপত্তা বৃদ্ধিতে তৎপর বারুইপুর পুলিশ ও জেলা প্রশাসন।হাসপাতালে ডিউটির সময়ে সিভিক ভলান্টিয়ার ও নিরাপত্তারক্ষীরা মোবাইলে সোশ্যাল মিডিয়া দেখতে পারবেন না বলে নির্দেশ দিলেন বারুইপুর পুলিশ জেলার আধিকারিকরা। এছাড়া সব সিভিক ভলান্টিয়ার ও নিরাপত্তারক্ষীকে নির্দিষ্ট পোশাক পরে থাকতে হবে ও আই কার্ড গলায় ঝুলিয়ে রাখতে হবে।আরও পড়ুন: জল থৈ থৈ চারপাশ,...


পুলিশ–এনভিএফ ব্যাটেলিয়নের মধ্যে তুমুল খণ্ডযুদ্ধ, উত্তপ্ত হয়ে উঠল শিল্পাঞ্চল দুর্গাপুর

এই তারস্বরে মাইক বাজানো নিয়ন্ত্রণ করলে এনভিএফ কর্মীরা পুলিশের উপরই হামলা চালায়। দু’জন পুলিশ অফিসার আক্রান্ত হন। এই ঘটনার পর উচ্চপদস্থ পুলিশ অফিসারদের নেতৃত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছয়। বেশ কয়েকজন এনভিএফ কর্মীকে আটক করে। মাইকের সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। দু’‌দিন আগে বিশ্বকর্মা পুজো হয়।


চেন্নাইয়ের রাস্তায় উদ্ধার স্যুটকেসে ভরা মহিলার টুকরো টুকরো দেহ! নৃশংস ঘটনায় তোলপাড় দেশ

চেন্নাইয়ের একটি স্যুটকেস থেকে এক মহিলার টুকরো টুকরো দেহ উদ্ধার করল স্থানীয় এক ব্যক্তি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ধৃতের নাম মণি বলে জানা গিয়েছে। যেখানে স্যুটকেসটি উদ্ধার করা হয়েছে সেখান থেকে ১০০ মিটার দূরে থাকেন তিনি। স্যুটকেসে যে মহিলার মৃতদেহ পাওয়া গেছে তাকে মাধবরামের দীপা বলে চিহ্নিত করা হয়েছে। চেন্নাইয়ের কুমারন কুদিলের এক বাসিন্দা ভো...


SC-Demolitions: বিজেপিকে ধাক্কা! বুলডোজার চালানোয় সুপ্রিম স্থগিতাদেশ

SC-Demolitions: SC-Demolitions: সুপ্রিম কোর্ট মঙ্গলবার নির্দেশ দিয়েছে কোনও অভিযুক্তের বাসস্থান বা সম্পত্তিতে বুলডোজার চালানো যাবে না। আগামী ১৫ দিনের জন্য বুলডোজার চালানোয় স্থগিতাদেশও দিয়েছে শীর্ষ আদালত। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে চালু হয়েছে বুলডোজার সংস্কৃতি। প্রথমে উত্তরপ্রদেশ। এখন দেশের বিভিন্ন বিজেপিশাসিত রাজ্য সেটা কপি করেছে। ফলে, প্রায় আড়াই বছর ধরে এই সমস্যা সুপ্রিম কোর্টে ঘুরছে। সেই সময় কিন্তু, সুপ্রিম...


Animal Fat In Tirupati laddoo: তিরুপতির লাড্ডুতে পশুর চর্বি? গুরুতর অভিযোগ CM চন্দ্রবাবুর

তাঁরই রাজ্যের বিশ্বখ্যাত তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদী লাড্ডুতে ‘বিশুদ্ধ’ ঘিয়ের সঙ্গে মেশানো হচ্ছে পশুর চর্বি! এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধান চন্দ্রবাবু নায়ডু! তিনি দাবি করেছেন যে, তিরুপতির বিখ্যাত 'লাড্ডু প্রসাদম' তৈরিতে পশুর চর্বি এবং নিম্নমানের উপাদান ব্যবহার করা হয়েছে, যা ওয়াইএসআর কংগ্রেস সরকারের সময় ঘটে।


জুনিয়রদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নিলে সিনিয়ররা গণইস্তফা দেবে: চিকিৎসক প্রদীপ মিত্র #shorts

Shorts | জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নিলে সিনিয়ররা গণইস্তফা দেবে: চিকিৎসক প্রদীপ মিত্র #shorts #shorts #JababChayBangla #juniordoctorsprotest #DoctorsProtest #rgkarincident #RGKarProtest #RGKarCase #JusticeForAbhaya #JusticeForRGKar #RepublicBangla #RBangla #RepublicBangla #BanglaNews #BengaliNews #Rbangla #RepublicBanglaLive #BengaliNewsLive #BanglaNewsLive Official page of Bangla News, Bengali News & Bengal’s NO.1 news channel...


Budge Budge ESI Hospital: নার্সকে ‘আই লাভ ইউ’ লিখে জেলে যুবক

বজবজ ইএসআই হাসপাতালে নার্সকে প্রেমপত্র দিলেন এক যুবক। এখন তাঁর ঠাই হয়েছে শ্রীঘরে। জানা গিয়েছে, ওই যুবকের বিরুদ্ধে ‘আপত্তিকর’ কাজের অভিযোগ আনা হয়েছে।


ইসরায়েলে যুদ্ধাস্ত্র রপ্তানি বন্ধ করেছে জার্মানি

জার্মানি ইসরায়েলে নতুন করে যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে৷ তথ্য বিশ্লেষণ ও ইকোনমি মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এক সূত্রের বরাতে এই তথ্য দিয়েছে তারা৷


মেয়ের বয়সী তরুণীকে আটকে রেখে ২ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা

শুক্রবার বাড়ি ফিরে তিনি জানান, তাঁকে সোনামুখি পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ তথা AITTUCর ব্লক সভাপতি নারায়ণ মিত্র তাঁর বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেছেন। এর পরই নারায়ণ মিত্র ফোন করে তরুণীর বাবাকে টাকার বিনিময়ে বিষয়টি মিটমাট করে নেওয়ার প্রস্তাব দেন। ৫ লক্ষ টাকার প্রস্তাব দেন তিনি।


'ফুচকাওয়ালা, ঢাকি সকলের মুখে হাসি ফুটুক', বিচারের পাশাপাশি উৎসবও চান ইমন

Iman Chakraborty: আরজি কর-এর প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। চলছে প্রতিবাদও। এরইমাঝে চলতি বছর বিচার না পেলে 'উৎসবে ফিরব না' বলেও জানিয়েছেন অনেকেই। সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর মত বিচারের পাশাপাশি উৎসবও প্রয়োজন।


'আপনাকে বের করে দিতে বাধ্য হব!' মুখ্যমন্ত্রীর পদত্যাগের প্রসঙ্গ তুলতেই সুপ্রিম কোর্টে ধমক খেলেন আইনজীবী

সুপ্রিম কোর্টে এক আইনজীবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দবি তোলেন। তাতেই রীতিমত ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।


৩ গ্রাম করে বিস্ফোরক লুকিয়ে পেজার-অ্যাটাক কি মোসাদেরই

ইজ়রায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের স্পাইগিরি এড়াতে পেজার-এর আশ্রয় নিয়েছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবোল্লা। ​​মঙ্গলবার আচমকা সেই হাজার হাজার পেজার-ই টার্গেট করে চলল নাগাড়ে প্রায় আধঘণ্টা হামলা। এই ঘটনায় কয়েকশো হেজবোল্লা জঙ্গি-সহ গুরুতর জখন হন প্রায় ৪ হাজার মানুষ।


Uttar Pradesh: চূড়ান্ত অপমান বিচারপতির! সহ্য করতে না পেরে সোজা রেললাইনে পুলিস অফিসার...

Uttar Pradesh: সাব ইন্সপেক্টর শচীন কুমার ৭টি বাইক উদ্ধার করে। এবং তার সঙ্গে ৫জন বাইক চোরকে আদালত হাজির করেছিলেন। তিনি বলেন, বিকাল ৫টায় বিচারপতি অভিষেক ত্রিপাঠি আদালতে আসে। তাঁকে ভুয়া সন্দেহভাজনদের আনার অভিযোগ তুলে রাত ১০টা পর্যন্ত আদালতে বসিয়ে রাখে। তারপরই অপমান, অভিযোগ এবং হুমকি তিনি সহ্য করতে না পেরে...


'ফোনে কথা, কয়েক ঘণ্টার মধ্যে বহু গুরুত্বপূর্ণ প্রমাণ লোপাট,' ষড়যন্ত্রে যুক্ত সন্দীপ ঘোষ-টালা থানার ওসি?

প্রকাশ সিনহা এবং সৌভিক মজুমদার, কলকাতা: আর জি কর-কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্র? আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। ধর্ষণ-খুনের মামলায় সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি-র ৩ দিনের সিবিআই হেফাজত। 'ঘটনার দিন সন্দীপ ঘোষের সঙ্গে কথা হয়েছিল ওসি অভিজিৎ মণ্ডলের। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের মধ্যে যোগসূত্র থাকতে পারে। বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে', আদালতে সওয়াল সিবিআইয়ের। চিকিৎসকের দেহ উদ্ধারের পর আর জি কর মেডিক্যালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ...


পুরুলিয়ার বুকে একেবারে বিলাশবহুল ফাইভ স্টার রিসর্ট!একবার টাকা জমিয়ে চলেই যান

পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে অন্যতম জেলা পুরুলিয়া। লাল মাটির এই জেলাতে সারা বছরই পর্যটকদের ভিড় লেগেই থাকে। ঋতু পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে এই জেলার রূপ পরিবর্তন হয়। এক একটি ঋতুতে এক এক রকম রূপ দেখতে পাওয়া যায় এই জেলার। তাই যে কোনও ঋতুতেই পুরুলিয়া প্ল্যান করে থাকেন পর্যটকেরা।(শর্মিষ্ঠা ব্যানার্জি) কারণ সুন্দরী অযোধ্যার রূপ সর্বদাই পরিবর্তন হতে থাকে। আর তাই বর্ষার এই মরশুমেও পর্যটকদের ঢল নামে অযোধ্যা পাহাড়ে। এই সময় অনেকেই পুরুলিয়া প্ল্যান করে থাকেন। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের একাধিক হোটেল , হোমস্টে, টেন্ট , মাড হাউস থাকলেও বিলাসবহুল থাকার ব্যবস্থা খুব বেশি নেই। হাতে-গোনা এক দুটি বিলাসবহুল হোটেল ও রিসোর্ট রয়েছে। ‌ তারই মধ্যে অন্যতম অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি বেসরকারি রিসোর্ট। ‌ এই রিসোর্ট কোনও অংশই কলকাতা বা বিলাসবহুল কোন শহরের রিসোর্ট এর তুলনায় কম নয়। কি নেই এখানে। সুইমিং পুল , ইনডোর- আউটডোর গেম , স্পা , স্যালন , বোটিং , দেশী-বিদেশি খাবারের ব্যবস্থা সহ একাধিক রাজকীয় আয়োজন। ‌ তাই এই রিসোর্টে শুধু কলকাতা নয় পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য থেকেও পর্যটকেরা আসেন। ‌ আর এই বর্ষার মরশুমে পর্যটকদের জন্য একাধিক আয়োজন করা হয়েছে এই রিসোর্ট এর পক্ষ থেকে। এ বিষয়ে ওই বেসরকারি রিসোর্টের জেনারেল ম্যানেজার সুদীপ্ত কুমার বলেন , এই বর্ষাকে কেন্দ্র করে তাদের রিসোর্টে বেশ কিছু আকর্ষণীয় ছাড় দেওয়া হচ্ছে পর্যটকদের। হোটেল বুকিং এর সঙ্গে সঙ্গে একটি প্যাকেজ করে দেওয়া হচ্ছে যাতে পর্যটকেরা খুব কম খরচে অযোধ্যা পাহাড়ের বুকে বিলাসবহুল ব্যবস্থা উপভোগ করতে পারেন। এছাড়াও এই রুম বুকিং প্যাকেজ এর মধ্যেই পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ও সাইট সিং ঘুরে দেখার জন্যেও বিশেষ আকর্ষণ থাকছে। অর্থাৎ যে সমস্ত পর্যটকেরা এই বর্ষায় তাদের রিসোর্টে আসবে তারা দুর্দান্ত সুযোগ সুবিধার মধ্যে অযোধ্যা পাহাড়ে থাকতে পারবে। প্রকৃতির অপরূপ রূপের খেলা চলে সুন্দরী অযোধ্যার বুকে। ‌ শীত, গ্রীষ্ম‌, বর্ষা , শরৎ , হেমন্ত এই সমস্ত ঋতুর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে সেজে ওঠে অযোধ্যা সুন্দরী। ‌ আর তাইতো এই রূপের টানেই বারে বারে ছুটে আসেন প্রকৃতিপ্রেমী থেকে পর্যটন প্রেমী মানুষেরা। কারণ পশ্চিমবঙ্গের বুকে প্রকৃতি এই রূপের পরিবর্তন অযোধ্যা পাহাড়ে দেখতে পাওয়া যায়। এই দক্ষিণবঙ্গের অযোধ্যা পাহাড় কোন অংশেই উত্তরবঙ্গের দার্জিলিং এর তুলনায় কম নয়‌ বলে মনে করেন পুরুলিয়াবাসী।


Howrah News: হাওড়ার ঘুসুড়িতে গুদামের সিলিং ভেঙে ৪ পরিযায়ী শ্রমিকের মৃত্যু। ABP Ananda Live

হাওড়ার ঘুসুড়িতে ছাঁট কাপড়ের গুদামের সিলিং ভেঙে বিহারের বাসিন্দা চার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। আজ ভোর ৫টা নাগাদ দুর্ঘটনা ঘটে। ঘুসুড়ির জে এন মুখার্জি রোডের ছাঁট কাপড়ের ওই গুদামে লোহার কড়ি-বরগার সিলিং ভেঙে পড়ে। সেই সময় গুদামের ভিতরে ৯ জন শ্রমিক ঘুমোচ্ছিলেন। ৫ জন বেরিয়ে এলেও, চার শ্রমিক ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান। উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে সকলকেই মৃত বলে ঘোষণা করা হয়। নামখানার মৌসুনি দ্বীপে ট্যুরিস্ট কটেজে ভয়াবহ আগুন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আগুনের তীব্রতা বাড়ে। কটেজে পর্যটক না থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা। এদিন ভোর ৫টা নাগাদ মৌসুনি দ্বীপের ওই ট্যুরিস্ট কটেজে আগুন লাগে। কাছাকাছি দমকল কেন্দ্র না থাকায়, স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে। কয়েক ঘণ্টার মধ্যে ভস্মীভূত হয়ে যায় রান্নাঘর, স্টোর রুম-সহ গোটা কটেজ। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।


'মোটামুটি ঘাড়ধাক্কা দেওয়া হল, বেরিয়ে যান, না হলে বের করে দেওয়া হবে', বলে দেওয়া হল জুনিয়র ডাক্তারদের ?

কলকাতা : "তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এসে বললেন, অনেক দেরি হয়ে গিয়েছে। আর সম্ভব নয়। আমরা দুই-তিন ঘণ্টা অপেক্ষা করেছি। আমরা আর আলোচনায় বসতে রাজি নই। আমাদের ৫ দফা দাবি যাতে আদায় করতে পারি, যাতে অচলাবস্থা কাটতে পারে...যাতে গোটা রাজ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা যাতে মেটাতে পারি...তার জন্য আমরা লাইভ স্ট্রিমিং, ভিডিও রেকর্ডিং সব ত্যাগ করলাম। তারপরেও আমাদের বলা হল, আর আলোচনা সম্ভব নয়। হয়, আপনারা বেরিয়ে...


প্রত্যাবাসনের বিরুদ্ধে হামবুর্গ ইসলামিক সেন্টারের প্রধানের আবেদন

জার্মানির হামবুর্গ ইসলামিক সেন্টারের প্রধান মোহাম্মাদ হাদি মোফাত্তেহ তার বিরুদ্ধে নেয়া প্রত্যাবাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেছেন৷


Mousuni Island: মৌসুনি দ্বীপে ট্যুরিস্ট কটেজে ভয়াবহ আগুন, একের পর এক বিস্ফোরণ

স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। যদিও ভয়াবহ আগুনে ইতিমধ্যেই ভস্মীভূত হয়ে গিয়েছে কটেজটি। জানা গিয়েছে, ওই কটেজে কোনও পর্যটক ছিলেন না। ফ্রেজারগঞ্জ থানার পুলিশ এসেছে ঘটনাস্থলে। হাজির হয়েছে দমকল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।


রাজ্যে প্রথম কলেরার ভ্যাকসিন! পাইলট প্রজেক্টের কাজ শুরু বিষ্ণুপুরে

ডায়মন্ডহারবার: রাজ্যে প্রথম কলেরার ভ্যাকসিনের উপর পাইলট প্রজেক্টের কাজ হবে ডায়মন্ডে হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর ২ নং ব্লকে। এই খবর নিশ্চিত করেছেন বিষ্ণুপুর ২ নং ব্লকের বিএমওএইচ অরিত্র পাল।এই ভ্যাকসিন নিয়ে সমস্ত রকম প্রশ্ন দূর করতে এবং সমাজের সর্বস্তরের ব্যক্তিদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকের পর প্রাথমিকভাবে জানা গিয়েছে এই পাইলট প্রজেক্টের মাধ্যমে ৩০ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া...


কোচবিহারে পাঁচ শতক প্রাচীন দুর্গাপুজোয় দেবীর মূর্তি নির্মাণে পালিত বিশেষ প্রথা

সার্থক পণ্ডিত, কোচবিহার: রাজ আমলের কোচবিহারে সূচনা হয়েছিল কোচবিহারের বড় দেবীর পুজোর। সেই পুজো আজকে প্রায় দীর্ঘ ৫০০ বছরের পুরন। এখনও সেই প্রাচীন রীতি ও প্রথা মেনে পুজো করা হচ্ছে বড় দেবীর। কোচবিহারের দেবী বাড়ির মন্দিরে রাজ আমলের প্রথা মেনে মূর্তি নির্মাণ করা হয় বড় দেবীর। আর তারপর সেখানেই পুজো করা হয় দুর্গা পুজোর সময়। দীর্ঘ সময়ের প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে দূর-দূরান্তের বহু ভক্তবৃন্দ সমাগম ঘটে। তবে এই দেবীর মূর্তি নির্মাণে বিশেষ কিছু...


Mousuni Island Fire Incident: মৌসুনি দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত ট্যুরিস্ট লজ

মৌসুনি দ্বীপে একটি ট্যুরিস্ট কটেজে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার ভোরে রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মৌসুনি দ্বীপের ওই কটেজে আগুন লাগে। স্থানীয় সুত্রে খবর, প্রথমে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে, তারপর দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা কটেজে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। মুহূর্তে মধ্যে গোটা কটেজটি ভস্মীভূত হয়ে যায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। জানা গিয়েছে, ওই কটেজে কোনও পর্যটক ছিলেন না। ফ্রেজারগঞ্জ থানার পুলিশ এসেছে ঘটনাস্থলে।


Minakshi Mukherjee: আরজি কর মামলা: এবার মীনাক্ষীকেও ডাকল CBI

গত ১৪ অগাস্ট আরজি কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায় মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল সিবিআই। বৃহস্পতিবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন ডিওয়াইএফআই নেত্রী। সূত্রের খবর, কয়েক দিন আগেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। তবে সেই সময় যেতে পারেননি তিনি। আজ সকাল ১১টায় সিবিআই দফতরে যাওয়ার কথা তাঁর।


'সিবিআই-এর স্ট্যাটাস রিপোর্ট দেখে আমরা বিচলিত!' মন্তব্য প্রধান বিচারপতির

আরজি কর কাণ্ডের তদন্তে সিবিআই-এর যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে, তা দেখে বিচলিত শীর্ষ আদালত৷ এ দিন আরজি কর মামলার শুনানি চলাকালীন এমনই মন্তব্য করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷ একই সঙ্গে তিনি জানিয়েছেন, তদন্ত এখন কোন পর্যায়ে রয়েছে এবং কতটা অগ্রগতি হয়েছে, তদন্তের স্বার্থেই তার সবটা এখনই জনসমক্ষে আনা হবে না৷মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি চলাকালীন কলকাতা পুলিশের তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন এবং অভিযোগ তুলেছেন সিবিআই-এর...


জম্মু-কাশ্মীরে আইসিস-আল কায়েদা গোষ্ঠীর কার্যকলাপ নিয়ে সতর্ক করল এফএটিএফ

জম্মু-কাশ্মীরে আইসিস এবং আল কায়েদা গোষ্ঠীর কার্যকলাপ নিয়ে ভারতকে সতর্ক করল আন্তর্জাতিক বিশেষজ্ঞ সংস্থা ফ্রান্সের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। এই সমস্ত গোষ্ঠীগুলির পিছনে অর্থ ঢালার বিষয়ে ভারতকে সতর্ক করেছে এফএটিএফ। সতর্ক করে এই আন্তর্জাতিক সংস্থা বলে, আল কায়েদার দিক থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির জঙ্গি আক্রমণের মোকাবিলা করতে হতে পারে ভারতকে।


Recruitment Scam | Partha Chatterjee | নিয়োগ দুর্নীতি মামলায় কড়া সওয়াল সিবিআইয়ের | Zee 24 Ghanta

CBIs tough questions in recruitment corruption case


Mukut Mani Adhikari: প্রেসক্রিপশনে প্রতিবাদ তৃণমূল বিধায়কের, আরজি কর কাণ্ডে সুবিচার চান মুকুটমণি

আর জি কর কাণ্ডে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়ে সুবিচার চাইলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ডা. মুকুটমণি অধিকারী। হাতিয়ার করলেন নিজের লিখে দেওয়া প্রেসক্রিপশন।


সবজির দামে বাড়ছে দুশ্চিন্তা! আগস্টে সামান্য বেড়ে দেশের খুচরা মুদ্রাস্ফীতি পৌঁছল 3.65 শতাংশে

সামান্য বাড়লেও আগস্ট মাসে স্বস্তিদায়ক অবস্থানেই রইল দেশের খুচরা মুদ্রাস্ফীতি। তবে, সবজির মুদ্রাস্ফীতির ক্ষেত্রে একটি বড় উত্থান দেখা গিয়েছে। আগস্ট মাসে কত শতাংশে রয়েছে দেশের খুচরা মুদ্রাস্ফীতি? খাদ্য মুদ্রাস্ফীতির হারেই বা কত বৃদ্ধি দেখা গিয়েছে? পড়ে নিন বিস্তারিত।


Durga Puja: সম্প্রীতির ছোঁয়ার মজুমদারদের দুর্গাপুজো ঘিরে মাতোয়ারা গ্রাম

সামনেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শহর থেকে জেলা মেতে উঠবে পুজোর আনন্দে। তেমনই এক পুজো ভাঙড়ের স্বস্ত্যয়নগাছির মজুমদারদের জমিদারবাড়ির পুজো। যদিও সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গিয়েছে পুজোর জৌলুসেও।


ভাসছে উদয়নারায়ণপুর! পরিস্থিতি দেখে ফের মমতার মুখ‍ে ‘ম্যান ম্যাড বন্যা’

হাওড়া: নিম্নচাপ এবং ডিভিসির ছাড়া জলের জেরে বন‍্যা পরিস্থতি রাজ‍্যের একাধিক জেলায়। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া-সহ একাধিক বন‍্যা কবলিত এলাকা পরিদর্শনে যান মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এদিন হাওড়ার উদয়নারায়ণপুরেও বন‍্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ‍্যমন্ত্রী। এদিনও এই বন‍্যাকে ‘ম্যান ম্যাড বন্যা’ বলে ডিভিসিকে তোপ দাগলেন মমতা।উদয়নারায়ণপুরের বন‍্যা কবলিত এলাকা পরিদর্শন করে মুখ‍্যমন্ত্রী বলেন, ‘‘উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতি...


Fire Incident: নামখানার মৌসুনি দ্বীপে ট্যুরিস্ট কটেজে ভয়াবহ আগুন। ABP Ananda Live

Namkhana News: নামখানার মৌসুনি দ্বীপে ট্যুরিস্ট কটেজে ভয়াবহ আগুন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর বড়সড় আগুন। কটেজে পর্যটক না থাকায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা। ভস্মীভূত রান্নাঘর, স্টোর রুম-সহ গোটা কটেজ। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। আরও খবর, আরজি কর হাসপাতালে ভাঙচুরকাণ্ডের তদন্তে CBI তলব মীনাক্ষীকে। ১৪ অগাস্ট আর জি কর হাসপাতালে ভাঙচুরকাণ্ডের তদন্তে ডেকে পাঠানো হল মীনাক্ষীকে। কয়েকদিন আগেই তাঁকে ডেকে পাঠানো হয়। সে সময় সিবিআই দফতরে যেতে পারেননি মীনাক্ষী। আজ সকাল ১১টায় সিজিও-তে যাবেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক। কালীঘাটের পর নবান্ন। মধ্যরাত পর্যন্ত বৈঠকেও কাটল না জট। কর্মবিরতিতেই অনড় জুনিয়র ডাক্তাররা। অভিযোগ, বৈঠকের মিনিটস দেননি মুখ্যসচিব, শুধু মিলেছে মৌখিক আশ্বাস। থ্রেট কালচার-সহ সব দাবিকে সঠিক বলেও লিখিতভাবে দিতে আপত্তি সরকারের। নবান্নের বৈঠকের পর দাবি ডাক্তারদের। সন্ধে ৬টা ৪০ থেকে ২ ঘণ্টা ২০ মিনিটের বৈঠক। কার্যবিবরণী লিপিবদ্ধ করতেই রাত ১২টা পার! মধ্যরাতে নবান্ন থেকে বেরোলেন মুখ্যসচিব-ডিজিপি। থ্রেট কালচার বন্ধ করা থেকে সুরক্ষা। ৩ দফা দাবিতে অনড় ডাক্তাররা। পাশে নির্যাতিতার পরিবার। থ্রেট কালচার বন্ধ ও সটুডেন্ট কাউন্সিল চালুর দাবিতে মালদা মেডিক্যালে বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। সন্ধে থেকে ঘেরাও অধ্যক্ষ, সুপার। দাবি মেনেছে সরকার, এবার কাজে ফিরুন, আন্দোলনের পাশে থাকার বার্তা দিয়ে ডাক্তারদের আবেদন অভিষেকের।


Bangladesh-Mamata Banerjee: 'পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করুন,' মমতাকে বিস্ফোরক বার্তা বাংলাদেশের কুখ্যাত কট্টর নেতার

ঢাকার একটি ফ্যাক্ট চেকার সাইট খবরের সত্যতা নিশ্চিত করেছে ইন্ডিয়া টুডে ডিজিটাল-কে। জানা গিয়েছে, জসিমুদ্দিন একটি ভিডিও শ্যুট করেছে। সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। হাসিনা সরকারের পতনের পর এক মাস কাটতেই। দীর্ঘ ৫ বছর ধরে জেলে ছিল ওই জঙ্গিনেতা। বাংলাদেশের এক ব্লগারকে খুন করার অপরাধে। অগাস্টে সে প্যারোলে মুক্তি পেয়েছে।